পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণের রাজ্য কর্নাটকে আবারও বাংলাদেশি সন্দেহে এক পরিযায়ী শ্রমিককে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই শ্রমিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভেবে একদল স্থানীয় যুবক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি কর্নাটকের মেঙ্গালুরু সংলগ্ন কুলুর এলাকায়।
অভিযোগ, রবিবার একদল যুবক তাঁর পথ আটকায় এবং নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে। পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কথা কাটাকাটির পরই শুরু হয় মারধর। মাথায় আঘাত লাগায় তিনি গুরুতর জখম হন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। হেনস্থার সময় বারবার তিনি নিজেকে ভারতীয় বলে দাবি করেও রেহায় পাননি। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। তারপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জড়িত চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার প্রেক্ষিতে আরও তদন্ত চলছে ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।





























