ওড়িষায় আক্রান্ত সন্দেশখালির পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক

- আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 226
ইনামুল হক, সন্দেশখালি: ওড়িষায় আক্রান্ত সন্দেশখালির পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন স্হানীয় বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেস।মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্দেশখালিতে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব।
গত কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়ারমারি হুলোপাড়া এলাকার তপসেল জমাদার নামে এক পরিযায়ী শ্রমিক ওড়িষায় কাজ করতে যাওয়ার পথে ঝাড়খণ্ডের টাটা স্টেশনে নামার সঙ্গে সঙ্গে বাংলায় কথা বলার জন্য তাকে বেধড়ক মারধর করে বেশ কিছু যুবক। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দমকল মন্ত্রী সুজিত বসু সাহায্য নিয়ে ওই পরিযায়ী শ্রমিককে দ্রুত ওই এলাকা থেকে উদ্ধার করে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ভর্তি করান।
বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পরিযায়ী শ্রমিক। শনিবার ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি ২ ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক, ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মিজানুর রহমান মোল্লা সহ আরো অনেকে। এদিন ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন তারা। সুবিধা অসুবিধার কথা শোনেন।
তার পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী হাতে তুলে দেওয়া হয় চার বস্তা চাল, দুবস্তা আলু, দশ লিটার সরষের তেল, ৪০ টা ডিম, পাঁচ কিলো ডালসহ কিছু শুকনো খাবার। বিধায়ক জানান, তপশীল জমাদার আক্রান্ত হওয়ার পর রাজ্য সরকার যে চিকিৎসার ব্যবস্থা করেছে, রাজ্য সরকার বিজয় সমিতির যে পাশে আছে এলাকার কিছু মানুষ তা না জেনে উদ্দেশ্য প্রণোদিতভাবে গত বৃহস্পতিবার বিক্ষোভ দেখিয়েছিল।
সকলের জেনে রাখা দরকার কেবল ভিনরাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা নয় ,এলাকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভাতার ব্যবস্থা করবে রাজ্য সরকার। ইতিমধ্যে তার নথিভুক্তকরণের কাজ চলছে। বিজেপিকে আক্রমণ করে সুকুমার মাহাতো বলেন, যারা সন্দেশখালি দিয়ে এত ভাবেন সেই বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের দেখতে পাচ্ছি না।রেখা পাত্রের নাম না করে বলেন, কোথায় গেলেন এখানকার বিজেপি নেত্রী। পরিযায়ী শ্রমিকদের পাশে তো তাদের দেখা যাচ্ছে না।