১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে এবার ‘জঙ্গি’ কবুতর!

মারুফা খাতুন
  • আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 131

পুবের কলম ওয়েবডেস্ক : এবার জঙ্গিরা নিজেদের নতুন হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এক নিরীহ পায়রাকে! হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি পায়রা। তাও আবার কোনো সামান্য পায়রা নয়, রীতিমতো প্রশিক্ষিত ‘জঙ্গি’ পায়রা! ঘটনাটি ঘটেছে জম্মু রেল স্টেশনে। রেলওয়ে স্টেশনের নিরাপত্তা কর্মীরা প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। হঠাৎ চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। একটি পায়রার পায়ে বাঁধা রয়েছে একটি ছোট চিরকুট।

কাছে গিয়ে দেখা গেল, সে চিরকুটে হাতে লেখা রয়েছে এক মারাত্মক হুমকি: ‘জম্মু রেল স্টেশন উড়িয়ে দেওয়া হবে!’ এছাড়াও লেখা ছিল ‘আজাদ কাশ্মীর’, ‘সময় এসেছে’। এমন হুমকি পেয়ে নিরাপত্তা কর্মীদের তো চক্ষু চড়কগাছ। সঙ্গে সঙ্গে পায়রাটিকে ‘গ্রেফতার’ করা হয় এবং খবর দেওয়া হয় পুলিশে। নামে ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম।

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি নিকেশ অপারেশনে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পুলিশ এসে তো ভ্যাবাচেকা খেয়ে গেল! তারা প্রথমে ভাবতেই পারছিল না, কোন ধারায় পায়রাটিকে ধরা হবে। পায়রাকে কি জেরা করা যাবে? আর এই সামান্য পায়রার বার্তা কি সত্যি? নাকি কোনো দুষ্টু ছেলের কাণ্ড? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই পায়রাটির মালিক কোনো সাধারণ মানুষ নয়, বরং প্রতিবেশী দেশের একদল ‘প্রশিক্ষণপ্রাপ্ত’ যুবক। পুলিশ এখন জোর কদমে তদন্ত চালাচ্ছে, এটা কোনো নিছক ঠাট্টা নাকি সত্যিই কোনো বড়সড় ষড়যন্ত্রের অংশ।

আরও পড়ুন: কাশ্মীরে আতঙ্কবাদী অপারেশনে গিয়ে তুষারঝড়ে শহিদ বাংলার ২ জওয়ান,  শোকের ছায়া পরিবারে

এই ঘটনায় পুরো স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে আপাতত সব আলোচনাকে ছাপিয়ে গেছে এক নতুন প্রশ্ন: জঙ্গি সংগঠনগুলো কি এখন থেকে আকাশপথে বার্তা পাঠাতে নতুন কৌশল অবলম্বন করছে? আর পায়রাটিকে কি এখন থেকে ‘জাতীয় হুমকি’ হিসেবে ঘোষণা করা হবে? একের পর এক ঘটনা ঘটছে, আর মানুষ ভাবছে- এরপর কী? গিরগিটি নাকি শালিক? কীসে করে আসবে পরের ‘গুপ্তচর’ বার্তা?

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরে এবার ‘জঙ্গি’ কবুতর!

আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : এবার জঙ্গিরা নিজেদের নতুন হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এক নিরীহ পায়রাকে! হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি পায়রা। তাও আবার কোনো সামান্য পায়রা নয়, রীতিমতো প্রশিক্ষিত ‘জঙ্গি’ পায়রা! ঘটনাটি ঘটেছে জম্মু রেল স্টেশনে। রেলওয়ে স্টেশনের নিরাপত্তা কর্মীরা প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। হঠাৎ চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। একটি পায়রার পায়ে বাঁধা রয়েছে একটি ছোট চিরকুট।

কাছে গিয়ে দেখা গেল, সে চিরকুটে হাতে লেখা রয়েছে এক মারাত্মক হুমকি: ‘জম্মু রেল স্টেশন উড়িয়ে দেওয়া হবে!’ এছাড়াও লেখা ছিল ‘আজাদ কাশ্মীর’, ‘সময় এসেছে’। এমন হুমকি পেয়ে নিরাপত্তা কর্মীদের তো চক্ষু চড়কগাছ। সঙ্গে সঙ্গে পায়রাটিকে ‘গ্রেফতার’ করা হয় এবং খবর দেওয়া হয় পুলিশে। নামে ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম।

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি নিকেশ অপারেশনে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পুলিশ এসে তো ভ্যাবাচেকা খেয়ে গেল! তারা প্রথমে ভাবতেই পারছিল না, কোন ধারায় পায়রাটিকে ধরা হবে। পায়রাকে কি জেরা করা যাবে? আর এই সামান্য পায়রার বার্তা কি সত্যি? নাকি কোনো দুষ্টু ছেলের কাণ্ড? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই পায়রাটির মালিক কোনো সাধারণ মানুষ নয়, বরং প্রতিবেশী দেশের একদল ‘প্রশিক্ষণপ্রাপ্ত’ যুবক। পুলিশ এখন জোর কদমে তদন্ত চালাচ্ছে, এটা কোনো নিছক ঠাট্টা নাকি সত্যিই কোনো বড়সড় ষড়যন্ত্রের অংশ।

আরও পড়ুন: কাশ্মীরে আতঙ্কবাদী অপারেশনে গিয়ে তুষারঝড়ে শহিদ বাংলার ২ জওয়ান,  শোকের ছায়া পরিবারে

এই ঘটনায় পুরো স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে আপাতত সব আলোচনাকে ছাপিয়ে গেছে এক নতুন প্রশ্ন: জঙ্গি সংগঠনগুলো কি এখন থেকে আকাশপথে বার্তা পাঠাতে নতুন কৌশল অবলম্বন করছে? আর পায়রাটিকে কি এখন থেকে ‘জাতীয় হুমকি’ হিসেবে ঘোষণা করা হবে? একের পর এক ঘটনা ঘটছে, আর মানুষ ভাবছে- এরপর কী? গিরগিটি নাকি শালিক? কীসে করে আসবে পরের ‘গুপ্তচর’ বার্তা?

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ