বর্ধমানে মিনিবাস পরিষেবা বন্ধ, সমস্যায় নিত্যযাত্রীরা

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 18
পুবের কলম,ওয়েবডেস্ক: টোটোর দৌরাত্ম্যের অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমানে ব্যাহত মিনিবাস পরিষেবা। হয়রানির শিকার নিত্যযাত্রীরা। বেশি টাকা খরচা করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। নবাবহাট ও আলিসা বাসস্ট্যান্ড থেকে কোনও বাস ছাড়া হয়নি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ দিন স্টেশন চত্বরে এক কর্মীকে মারধর করার ঘটনার প্রতিবাদেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে দাবি বাস চালকদের।
বাস চালকদের অভিযোগ, জেলায় দিন-প্রতিদিন টোটো চালকদের ওদ্ধত্য বাড়ছে। কয়েকদিন আগে এক বাসকর্মীকে মারধর করেন এক টোটো চালক। এদিন স্টেশন চত্বরে এক মিনিবাস কর্মীকে মারধর করেছে এক টোটো চালক। সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন যতদিন না কোনও পদক্ষেপ গ্রহণ করছে ততক্ষণ পরিষেবা বন্ধ থাকবে।
তাঁদের আরও দাবি, যেখানে মিনিবাস দাঁড়ায় সেখান থেকে টোটো সরিয়ে দিতে হবে। বাস কর্মী শেখ সামাদুল বলেন, টোটো চালকরা আমাদেরই এক সহকর্মীকে মারধর করেছে। কোন লাইসেন্স ছাড়াই টোটো চালকরা লোক ডাকবে কিন্তু স্টেশন থেকে নবাবহাট যাওয়ার জন্য আমাদের লোক ডাকা যাবে না। পুরো বিষয়ে আগেই এই নিয়ে উভয় পক্ষের ঝামেলা লেগেছিল। তবে কোনও সুরাহা হয়নি। এবারও জানিয়েছি। তাই যতক্ষণ না কোনও সুরাহা হয় ততক্ষণ আমরা কোন গাড়ি চালাব না। আমাদের দাবি, স্টেশন বাজারের মেন রোডের ওপর বাসের রুটে কোন টোটো থাকা যাবে না। টোটো চালকদের জন্য অন্য রুট করে দেওয়া হোক।