নুহের পরিস্থিতি নিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন হরিয়ানার সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং

- আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তপ্ত হরিয়ানার নুহ। গত ৩১ জুলাই এক ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে রণক্ষত্রের আকার নেয় নুহ জেলা। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন মসজিদের এক ইমাম ও দুজন হোম গার্ড। আহত বহু পুলিশকর্মী। গ্রেফতার ১১৬। নুহ ও সোহনায় চলছে পুলিশ পিকেটিং।
নুহের পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে বুধবার নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, গুরুগ্রামে সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং। সূত্রের খবর,
নুহ সহিংসতার বিষয়ে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন কিনা সে বিষয়ে জানা যায়নি। মন্ত্রী বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তবে জানা গেছে, হরিয়ানায় এইমসের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং। সাংবাদিকরা ইন্দ্রজিৎ সিংকে প্রশ্ন করে ধর্মীয় মিছিলে লাঠি-তলোয়ার নিয়ে কেন যাওয়া হয়েছিল। তার উত্তরে প্রতিমন্ত্রী বলেন, যদি দুপক্ষই অস্ত্র বহন করে থাকে, তাহলে কারা অস্ত্র বহন করেছিল তা তদন্তের প্রশ্ন। হরিয়ানা সরকার তদন্ত করবে। মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই ঘটনার পিছনে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তোলে। এদিকে উপ মুখ্যমন্ত্রী দুষন্ত চৌতালা এই ঘটনার জন্য আয়োজকদের দায়ী করেন। দুষন্ত বলেন, আয়োজকরা স্পষ্ট করে জানায়নি, কত জনের সমাবেশ হতে চলেছে। ফলে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দুষ্যন্ত বলেন, মেওয়াত এখন নুহ নামে পরিচিত। সবসময় ভারতের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং মুঘলদের বিরুদ্ধে এবং স্বাধীনতার জন্যও লড়াই করেছে।