০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে গোয়ালিয়র পুলিশের হাতে গ্রেফতার মির্চি বাবা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 22

পুবের কলম ওয়েবডেস্কঃ ধর্ষণের অভিযোগে গোয়ালিয়র পুলিশ গ্রেফতার করল মির্চি বাবা ওরফে বৈরাগ্যনন্দ গিরিকে। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ দন্ডোটিয়ার নেতৃত্বে একটি দল মির্চিবাবাকে গ্রেফতার করে। গোয়ালিয়ার পুলিশ সূত্রের খবর গ্রেফতারের সময় মির্চিবাবার কাছ থেকে মিলেছে একটি মোবাইল। যেখানে মিলেছে বেশ কিছু পর্ণো ছবি  এবং মহিলাদের সঙ্গে কথোপকথনের ভয়েসরেকর্ডিং।

ভোপালের এসিপি নিধি সাক্সেনা বলেছেন মির্চি বাবাকে ধর্ষণে অভিযুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

চলতি বছরের ১৭ জুলাই ভোপালের গোবিন্দপুরা থানায় রাইসেনের এক মহিলা মির্চি  বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তদন্ত সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করে।

কে এই মির্চি বাবা? মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের  সময় কংগ্রেসের হয়ে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল এই  মির্চি বাবাকে। গোয়ালিয়রে দুবার দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন তিনি।খুব সম্প্রতি তিনি মোরেনাতেও আক্রান্ত হন।

মির্চি বাবা গোয়ালিয়রে রয়েছেন বলে ভোপাল পুলিশ খবর পায়। এরপরই গোয়ালিয়র পুলিশকে খবর দেয় ভোপাল পুলিশ। এর পরেই বাবাকে ধরতে দল মোতায়েন করে গোয়ালিয়র পুলিশ। রাতে হোটেল নারায়ণনের কাছে থেকে বাবাকে আটক করে পুলিশ। গভীর রাতে বাবার কাছে খবর আসে তাঁর নামে ভোপালে এফআইআর দায়ের করা হয়েছে। নিজের ফরচুনার গাড়ি ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধর্ষণের অভিযোগে গোয়ালিয়র পুলিশের হাতে গ্রেফতার মির্চি বাবা

আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ধর্ষণের অভিযোগে গোয়ালিয়র পুলিশ গ্রেফতার করল মির্চি বাবা ওরফে বৈরাগ্যনন্দ গিরিকে। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ দন্ডোটিয়ার নেতৃত্বে একটি দল মির্চিবাবাকে গ্রেফতার করে। গোয়ালিয়ার পুলিশ সূত্রের খবর গ্রেফতারের সময় মির্চিবাবার কাছ থেকে মিলেছে একটি মোবাইল। যেখানে মিলেছে বেশ কিছু পর্ণো ছবি  এবং মহিলাদের সঙ্গে কথোপকথনের ভয়েসরেকর্ডিং।

ভোপালের এসিপি নিধি সাক্সেনা বলেছেন মির্চি বাবাকে ধর্ষণে অভিযুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

চলতি বছরের ১৭ জুলাই ভোপালের গোবিন্দপুরা থানায় রাইসেনের এক মহিলা মির্চি  বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তদন্ত সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করে।

কে এই মির্চি বাবা? মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের  সময় কংগ্রেসের হয়ে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল এই  মির্চি বাবাকে। গোয়ালিয়রে দুবার দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন তিনি।খুব সম্প্রতি তিনি মোরেনাতেও আক্রান্ত হন।

মির্চি বাবা গোয়ালিয়রে রয়েছেন বলে ভোপাল পুলিশ খবর পায়। এরপরই গোয়ালিয়র পুলিশকে খবর দেয় ভোপাল পুলিশ। এর পরেই বাবাকে ধরতে দল মোতায়েন করে গোয়ালিয়র পুলিশ। রাতে হোটেল নারায়ণনের কাছে থেকে বাবাকে আটক করে পুলিশ। গভীর রাতে বাবার কাছে খবর আসে তাঁর নামে ভোপালে এফআইআর দায়ের করা হয়েছে। নিজের ফরচুনার গাড়ি ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।