০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানে সহযাত্রীর হাতে আক্রান্তের পর নিখোঁজ যাত্রী হুসাইন মজুমদারের খোঁজ মিলল বরপেটায়

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 13

পুবের কলম প্রতিবেদক : অবশেষে সন্ধান পাওয়া গেল মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬ই ১৩৮ বিমানে সহযাত্রীর হাতে আক্রান্ত অসমের বরাক উপত্যকার বাসিন্দা হুসাইন আহমেদ মজুমদারের। শনিবার দুপুরে অসমের বরপেটা রোড স্টেশন থেকে হুসাইন আহমেদ মজুমদারকে উদ্ধার করেন তাঁর দুই আত্মীয়।

এদিন হুসাইন আহমেদের  আত্মীয় জবরুল ইসলাম মজুমদার পুবের কলম প্রতিবেদককে দূরভাষে জানান, শনিবার অসমের বরপেটা রোড স্টেশন চত্ত্বর থেকে হুসাইন মজুমদারকে পাওয়া গিয়েছে।এর পরেই হুসাইনকে নিয়ে লামডিং-এর উদ্দেশে যাত্রা করেন তাঁর দুই আত্নীয়। শনিবার রাতে লামডিং থেকে রেল পথে বদরপুর হয়ে কাছাড় জেলার কাটিগড়ায় নিজের বাড়িতে ফিরে আসবেন বলেও তিনি জানান।

আরও পড়ুন: গাজা-প্রতিবাদে বাধা: বোম্বে হাইকোর্ট এর মত অসাংবিধানিক, মত কাটজুর

গত শুক্রবার গভীর রাতে মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো উড়ান সংস্থার বিমানে সহযাত্রীর হাতে হুসাইন আহমেদ মজুমদারের আক্রান্তের একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই দেশজুড়েই শুরু হয় সমালোচনা। মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে হোসেন আহমেদ মজুমদারকে চড় মারেন ওই বিমানেরই এক সহযাত্রী। বিষয়টি নজরে আসতেই দ্রুত বিমানকর্মীরা কোনও রকমে ধরে নিজের আসনে বসান আক্রান্ত যুবককে।

আরও পড়ুন: অনিল আম্বানি সংক্রান্ত আর্থিক নয়ছয়ে ইডির হানা, মুম্বইয়ে ৩৫ জায়গায় তল্লাশি

ওই ঘটনার প্রতিবাদ করে বিমানের অন্য সহযাত্রীরা থাপ্পড় মারা ব্যক্তিকে তিরস্কারও করেন।এরপর মুম্বাই থেকে বিমানটি যাত্রীদের নিয়ে শুক্রবার ভোর ৫টা নাগাদ কলকাতায় অবতরন করে। এরপরেই ইন্ডিগোর পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতেই থাপ্পড় মারা ব্যক্তিকে আটক করে পুলিশ। আক্রান্ত যুবকের আত্মীয় জবরুল ইসলাম মজুমদার টেলিফোনে আরও জানান, শুক্রবার গভীর রাতের বিমানে মুম্বাই থেকে কলকাতায় আসার পর অন্য দুপুরে অন্য একটি বিমানে কলকাতা থেকে শিলচর বিমানবন্দরে নামার কথা ছিল হুসাইন আহমেদ মজুমদারের। এমনকী শুক্রবার দুপুরে শিলচর বিমানবন্দরে  অপেক্ষা করছিলেন পরিবারের সদস্যরা।

কিন্তু ওই যুবকের কোন খোঁজ না পেয়ে অবশেষে শিলচর বিমানবন্দরের নিকটবর্তী উধরবন্দ থানাকেও বিষয়টি জানানো হয়েছিল।শনিবার অসমের বরপেটা স্টেশন এলাকা থেকে পাওয়া গিয়েছে হুসাইনকে।সহযাত্রীর হাতে আক্রান্ত হওয়ার পর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানান হুসাইনের আত্মীয়। আক্রান্ত যুবকের পরিবারের সদস্যদের বক্তব্য, কলকাতা থেকে বিমানে শিলচর ফেরার কথা ছিল হুসাইনের।কিন্তু কী কারণে এবং কীভাবে হুসাইন বরপেটা রোড স্টেশন এলাকায় এ্ল, সেটাই আশ্চর্যের।

শনিবার বিধাননগর পুলিশের পক্ষ থেকে  সামাজিক গণমাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়েছে, মুম্বাই থেকে কলকাতাগামী বিমানে হুসাইন আহমেদ মজুমদারকে থাপ্পড় মারা সহযাত্রীর নাম হাফিজুল রহমান। বিমান সংস্থার পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিতিতেই হাফিজুর  ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে উড়ান সংস্থা ইন্ডিগো-র পক্ষ থেকে সামাজিক গণমাধ্যমে দেওয়া এক বার্তায় লেখা হয়েছে, ‘আমাদেরসাংস্থার বিমানে শারীরিক সংঘর্ষের ঘটনা সম্পর্কে আমরা অবগত।এই ধরনের অবাধ্য আচরণ সম্পূর্ণ রূপে বর্জনীয়। আমাদের বিমানকর্মীরা নির্দিষ্ট গাইডলাইন অনুসারে কাজ করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে অবাধ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিমান কলকাতায় পৌঁছোনোর পর নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।নিরাপদ এবং সম্মানজনক যাত্রী পরিষেবা প্রদানের জন্য আমরা বদ্ধপরিকর’

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমানে সহযাত্রীর হাতে আক্রান্তের পর নিখোঁজ যাত্রী হুসাইন মজুমদারের খোঁজ মিলল বরপেটায়

আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক : অবশেষে সন্ধান পাওয়া গেল মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬ই ১৩৮ বিমানে সহযাত্রীর হাতে আক্রান্ত অসমের বরাক উপত্যকার বাসিন্দা হুসাইন আহমেদ মজুমদারের। শনিবার দুপুরে অসমের বরপেটা রোড স্টেশন থেকে হুসাইন আহমেদ মজুমদারকে উদ্ধার করেন তাঁর দুই আত্মীয়।

এদিন হুসাইন আহমেদের  আত্মীয় জবরুল ইসলাম মজুমদার পুবের কলম প্রতিবেদককে দূরভাষে জানান, শনিবার অসমের বরপেটা রোড স্টেশন চত্ত্বর থেকে হুসাইন মজুমদারকে পাওয়া গিয়েছে।এর পরেই হুসাইনকে নিয়ে লামডিং-এর উদ্দেশে যাত্রা করেন তাঁর দুই আত্নীয়। শনিবার রাতে লামডিং থেকে রেল পথে বদরপুর হয়ে কাছাড় জেলার কাটিগড়ায় নিজের বাড়িতে ফিরে আসবেন বলেও তিনি জানান।

আরও পড়ুন: গাজা-প্রতিবাদে বাধা: বোম্বে হাইকোর্ট এর মত অসাংবিধানিক, মত কাটজুর

গত শুক্রবার গভীর রাতে মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো উড়ান সংস্থার বিমানে সহযাত্রীর হাতে হুসাইন আহমেদ মজুমদারের আক্রান্তের একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই দেশজুড়েই শুরু হয় সমালোচনা। মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে হোসেন আহমেদ মজুমদারকে চড় মারেন ওই বিমানেরই এক সহযাত্রী। বিষয়টি নজরে আসতেই দ্রুত বিমানকর্মীরা কোনও রকমে ধরে নিজের আসনে বসান আক্রান্ত যুবককে।

আরও পড়ুন: অনিল আম্বানি সংক্রান্ত আর্থিক নয়ছয়ে ইডির হানা, মুম্বইয়ে ৩৫ জায়গায় তল্লাশি

ওই ঘটনার প্রতিবাদ করে বিমানের অন্য সহযাত্রীরা থাপ্পড় মারা ব্যক্তিকে তিরস্কারও করেন।এরপর মুম্বাই থেকে বিমানটি যাত্রীদের নিয়ে শুক্রবার ভোর ৫টা নাগাদ কলকাতায় অবতরন করে। এরপরেই ইন্ডিগোর পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতেই থাপ্পড় মারা ব্যক্তিকে আটক করে পুলিশ। আক্রান্ত যুবকের আত্মীয় জবরুল ইসলাম মজুমদার টেলিফোনে আরও জানান, শুক্রবার গভীর রাতের বিমানে মুম্বাই থেকে কলকাতায় আসার পর অন্য দুপুরে অন্য একটি বিমানে কলকাতা থেকে শিলচর বিমানবন্দরে নামার কথা ছিল হুসাইন আহমেদ মজুমদারের। এমনকী শুক্রবার দুপুরে শিলচর বিমানবন্দরে  অপেক্ষা করছিলেন পরিবারের সদস্যরা।

কিন্তু ওই যুবকের কোন খোঁজ না পেয়ে অবশেষে শিলচর বিমানবন্দরের নিকটবর্তী উধরবন্দ থানাকেও বিষয়টি জানানো হয়েছিল।শনিবার অসমের বরপেটা স্টেশন এলাকা থেকে পাওয়া গিয়েছে হুসাইনকে।সহযাত্রীর হাতে আক্রান্ত হওয়ার পর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানান হুসাইনের আত্মীয়। আক্রান্ত যুবকের পরিবারের সদস্যদের বক্তব্য, কলকাতা থেকে বিমানে শিলচর ফেরার কথা ছিল হুসাইনের।কিন্তু কী কারণে এবং কীভাবে হুসাইন বরপেটা রোড স্টেশন এলাকায় এ্ল, সেটাই আশ্চর্যের।

শনিবার বিধাননগর পুলিশের পক্ষ থেকে  সামাজিক গণমাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়েছে, মুম্বাই থেকে কলকাতাগামী বিমানে হুসাইন আহমেদ মজুমদারকে থাপ্পড় মারা সহযাত্রীর নাম হাফিজুল রহমান। বিমান সংস্থার পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিতিতেই হাফিজুর  ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে উড়ান সংস্থা ইন্ডিগো-র পক্ষ থেকে সামাজিক গণমাধ্যমে দেওয়া এক বার্তায় লেখা হয়েছে, ‘আমাদেরসাংস্থার বিমানে শারীরিক সংঘর্ষের ঘটনা সম্পর্কে আমরা অবগত।এই ধরনের অবাধ্য আচরণ সম্পূর্ণ রূপে বর্জনীয়। আমাদের বিমানকর্মীরা নির্দিষ্ট গাইডলাইন অনুসারে কাজ করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে অবাধ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিমান কলকাতায় পৌঁছোনোর পর নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।নিরাপদ এবং সম্মানজনক যাত্রী পরিষেবা প্রদানের জন্য আমরা বদ্ধপরিকর’