২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় নিখোঁজ তেজস্ক্রিয় ক্যাপসুল , সতর্কতা জারি

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 128

পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিম অস্ট্রেলিয়ায় একটি তেজস্ক্রিয় ক্যাপসুল হারিয়ে গেছে। ক্যাপসুলটিতে তেজস্ক্রিয় উপাদান ক্যাসিয়াম-১৩৭ রয়েছে। ক্যাপসুলটির খোঁজে জোর অভিযান চলছে। হারিয়ে যাওয়া ক্যাপসুলটি বেশ ছোট। ক্ষুদ্র এই ক্যাপসুলের প্রস্থ ৬ মিলিমিটার ও উচ্চতা ৮ মিলিমিটার।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১০-১৬ জানুয়ারি সময়ে ট্রাকে পরিবহনের সময় নিউম্যান শহরের উত্তরে পিলবারার খনি অঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্থের মধ্যবর্তী স্থানে ক্যাপস্যুলটি হারিয়ে যায়। এ ঘটনায় অস্ট্রেলিয়ার ওই অঞ্চলে বিকিরণ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া দুহাত ভরে আমায় উপহার দিয়েছে: বিরাট

কারণ, কেউ এটি স্পর্শ করলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই ক্যাপসুলটি থেকে প্রত্যেককে দুরে থাকার আহ্বান জানানো হয়েছে। ক্যাসিয়াম-১৩৭ তেজস্ক্রিয় পদার্থটি সাধারণত খনিতে ব্যবহৃত হয়। অগ্নি ও জরুরি সেবা বিভাগ বলছে, এটি কোনও রাসায়নিক অস্ত্র নয়। তবে এটি তেজস্ক্রিয় বিকিরণ ঘটাতে পারে। এতে ক্যান্সারের মতো রোগের ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও রেডিওলজিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান অ্যান্ড্রু রবার্টসন বলেন, এই পদার্থটি স্বল্প মাত্রায় বিকিরণ ঘটায়। তিনি বলেন, ‘না জেনে কেউ এটি তুলে নিলে সেটি হবে চিন্তার বিষয়। তারা হয়তো আকর্ষণীয় কিছু ভেবে এটি রেখে দিতে পারে। ঘরে বা গাড়িতে রেখে দিতে পারে কিংবা কাউকে দিয়ে দিতে পারে।’

আরও পড়ুন: তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু, জনতার মারে ২ প্রতিবেশীর মৃত্যু

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলিয়ায় নিখোঁজ তেজস্ক্রিয় ক্যাপসুল , সতর্কতা জারি

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিম অস্ট্রেলিয়ায় একটি তেজস্ক্রিয় ক্যাপসুল হারিয়ে গেছে। ক্যাপসুলটিতে তেজস্ক্রিয় উপাদান ক্যাসিয়াম-১৩৭ রয়েছে। ক্যাপসুলটির খোঁজে জোর অভিযান চলছে। হারিয়ে যাওয়া ক্যাপসুলটি বেশ ছোট। ক্ষুদ্র এই ক্যাপসুলের প্রস্থ ৬ মিলিমিটার ও উচ্চতা ৮ মিলিমিটার।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১০-১৬ জানুয়ারি সময়ে ট্রাকে পরিবহনের সময় নিউম্যান শহরের উত্তরে পিলবারার খনি অঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্থের মধ্যবর্তী স্থানে ক্যাপস্যুলটি হারিয়ে যায়। এ ঘটনায় অস্ট্রেলিয়ার ওই অঞ্চলে বিকিরণ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া দুহাত ভরে আমায় উপহার দিয়েছে: বিরাট

কারণ, কেউ এটি স্পর্শ করলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই ক্যাপসুলটি থেকে প্রত্যেককে দুরে থাকার আহ্বান জানানো হয়েছে। ক্যাসিয়াম-১৩৭ তেজস্ক্রিয় পদার্থটি সাধারণত খনিতে ব্যবহৃত হয়। অগ্নি ও জরুরি সেবা বিভাগ বলছে, এটি কোনও রাসায়নিক অস্ত্র নয়। তবে এটি তেজস্ক্রিয় বিকিরণ ঘটাতে পারে। এতে ক্যান্সারের মতো রোগের ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও রেডিওলজিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান অ্যান্ড্রু রবার্টসন বলেন, এই পদার্থটি স্বল্প মাত্রায় বিকিরণ ঘটায়। তিনি বলেন, ‘না জেনে কেউ এটি তুলে নিলে সেটি হবে চিন্তার বিষয়। তারা হয়তো আকর্ষণীয় কিছু ভেবে এটি রেখে দিতে পারে। ঘরে বা গাড়িতে রেখে দিতে পারে কিংবা কাউকে দিয়ে দিতে পারে।’

আরও পড়ুন: তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু, জনতার মারে ২ প্রতিবেশীর মৃত্যু