০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটে যবনিকা টানলেন মিতালি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুন ২০২২, বুধবার
  • / 80

পুবের কলম, ওয়েবডেস্ক:  টি ২০ ক্রিকেট থেকে আগেই অবসর নিয়ে নিয়েছিলেন। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ভারতের মহিলা ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মিতালি রাজ। ২৩ বছর ধরে ভারতীয় ক্রিকেটে যে দাপট দেখিয়েছিলেন মিতালি,  বুধবার একটি টুইটেই সব শেষ করে দিলেন। নিজের অবসর ঘোষণা করে টুইটে মিতালি লিখলেন, ‘সমস্ত সফরের মত এই সফরটাতেও কোনও একটা সময় আমাকে থামতে হত। আজ সেই দিন যেদিন আমি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। প্রকৃত সময় যখনই আমি মাঠে পা রেখেছি নিজের সেরাটা দিয়েছি ভারতের জয়ের জন্য। তিরঙ্গার মান রাখতে যে সুযোগ পেয়েছি সেটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। এখন আমি অনুভব করতে পারছি আমাকে এবার সরে আসতে হবে যাতে দলের দায়িত্ব ওঠে নির্ভরযোগ্য কারোর হাতে। কারণ ভারতীয় দলে এখন বহু প্রতিভা অপেক্ষা করছে।’

বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে মিতালি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে যেভাবে সাহায্য করে এসেছে প্লেয়ার হিসেবে এবং ক্যাপ্টেন হিসেবে, তাতে তিনি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ।

আরও পড়ুন: cheteshwar pujara: আন্তর্জাতিক ক্রিকেট থেকে নীরব প্রস্থান পূজারার

মিতালি বলছেন, ‘এতগুলো বছর ধরে দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে বিশেষ সম্মানের। এটা আমাকে একটা আলাদা আকার দিয়েছে এবং ভারতের মহিলা ক্রিকেটকেও সমৃদ্ধ করেছে।’

আরও পড়ুন: বড় ঘোষণা রস টেলরের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কিউই কিংবদন্তি

প্রসঙ্গত, ১০ বছর বয়সে বাবা তাকে ভর্তি করে দিয়েছিলেন ক্রিকেটে। কোনদিনই ক্রিকেটার হতে চাননি মিতালি। নাচের দিকেই ঝোঁক ছিল তার। শিখতেন ভারতনাট্যম। বড় হয়ে বড় নৃত্য শিল্পী হতে চেয়েছিলেন।  কিন্তু বাবার প্রচেষ্টায় হয়ে গেলেন ক্রিকেটার। ভারতের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে সব ধরনের ফরমেট মিলিয়ে দশ হাজারের বেশি রান,  ওয়ানডে ক্রিকেটে সাতটি সেঞ্চুরি, টেস্টে একটি শতরান। দু দশকেরও বেশি সময় ধরে ভারতীয় মহিলা ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন মিতালি। এতদিনের সেই সফর এবার শেষ হল।

আরও পড়ুন: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ টেস্ট জয় বিরাটের , ক্যাপ্টেন হিসেবে ১১ টেস্ট সিরিজ জয়ের নজির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আন্তর্জাতিক ক্রিকেটে যবনিকা টানলেন মিতালি

আপডেট : ৮ জুন ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  টি ২০ ক্রিকেট থেকে আগেই অবসর নিয়ে নিয়েছিলেন। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ভারতের মহিলা ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মিতালি রাজ। ২৩ বছর ধরে ভারতীয় ক্রিকেটে যে দাপট দেখিয়েছিলেন মিতালি,  বুধবার একটি টুইটেই সব শেষ করে দিলেন। নিজের অবসর ঘোষণা করে টুইটে মিতালি লিখলেন, ‘সমস্ত সফরের মত এই সফরটাতেও কোনও একটা সময় আমাকে থামতে হত। আজ সেই দিন যেদিন আমি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। প্রকৃত সময় যখনই আমি মাঠে পা রেখেছি নিজের সেরাটা দিয়েছি ভারতের জয়ের জন্য। তিরঙ্গার মান রাখতে যে সুযোগ পেয়েছি সেটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। এখন আমি অনুভব করতে পারছি আমাকে এবার সরে আসতে হবে যাতে দলের দায়িত্ব ওঠে নির্ভরযোগ্য কারোর হাতে। কারণ ভারতীয় দলে এখন বহু প্রতিভা অপেক্ষা করছে।’

বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে মিতালি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে যেভাবে সাহায্য করে এসেছে প্লেয়ার হিসেবে এবং ক্যাপ্টেন হিসেবে, তাতে তিনি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ।

আরও পড়ুন: cheteshwar pujara: আন্তর্জাতিক ক্রিকেট থেকে নীরব প্রস্থান পূজারার

মিতালি বলছেন, ‘এতগুলো বছর ধরে দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে বিশেষ সম্মানের। এটা আমাকে একটা আলাদা আকার দিয়েছে এবং ভারতের মহিলা ক্রিকেটকেও সমৃদ্ধ করেছে।’

আরও পড়ুন: বড় ঘোষণা রস টেলরের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কিউই কিংবদন্তি

প্রসঙ্গত, ১০ বছর বয়সে বাবা তাকে ভর্তি করে দিয়েছিলেন ক্রিকেটে। কোনদিনই ক্রিকেটার হতে চাননি মিতালি। নাচের দিকেই ঝোঁক ছিল তার। শিখতেন ভারতনাট্যম। বড় হয়ে বড় নৃত্য শিল্পী হতে চেয়েছিলেন।  কিন্তু বাবার প্রচেষ্টায় হয়ে গেলেন ক্রিকেটার। ভারতের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে সব ধরনের ফরমেট মিলিয়ে দশ হাজারের বেশি রান,  ওয়ানডে ক্রিকেটে সাতটি সেঞ্চুরি, টেস্টে একটি শতরান। দু দশকেরও বেশি সময় ধরে ভারতীয় মহিলা ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন মিতালি। এতদিনের সেই সফর এবার শেষ হল।

আরও পড়ুন: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ টেস্ট জয় বিরাটের , ক্যাপ্টেন হিসেবে ১১ টেস্ট সিরিজ জয়ের নজির