০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় মুখোমুখি হতে চলেছে মোদি ও মমতা

ইমামা খাতুন
  • আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 91

পুবের কলম ওয়েব ডেস্ক:  ফের মুখোমুখি হতে চলেছে মোদি ও মমতা। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে ৩০ ডিসেম্বর কলকাতায় তাদের বৈঠক হবে।

৩০ ডিসেম্বর ‘ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসতে পারেন তিনি। প্রধানমন্ত্রী নিজেই ওই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য-রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই বৈঠকে থাকার কথা মমতারও। হতে পারে একান্ত কথা।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, কেন্দ্রীয় প্রকল্পে বন্ধ টাকা উদ্ধারে দিল্লিতে গিয়েছিলেন মমতা। তার পর থেকে একশো দিনের কাজের প্রকল্প ছাড়া বাকি প্রায় সব প্রকল্পেই বরাদ্দ ছাড়তে শুরু করে কেন্দ্র।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

এমনকি জি ২০ সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকেও উপস্থিত ছিলেন মমতা। তবে সেখানে তাদের একান্ত বৈঠক হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

উল্লেখ্য, কেন্দ্রের ১০টি মন্ত্রক এই গঙ্গা পরিষদের সদস্য। তাছাড়া যে রাজ্যগুলির ওপর দিয়ে গঙ্গে বয়ে গিয়েছে, সেই রাজ্যগুলিও এই পরিষদের সদস্য। এই বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়া, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা থাকতে পারেন বলেই খবর। ইতিমধ্যেই নবান্নর তরফে এই বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে বৈঠক বাদেও গঙ্গাবক্ষে ক্রুজ ভ্রমণের আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় মুখোমুখি হতে চলেছে মোদি ও মমতা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  ফের মুখোমুখি হতে চলেছে মোদি ও মমতা। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে ৩০ ডিসেম্বর কলকাতায় তাদের বৈঠক হবে।

৩০ ডিসেম্বর ‘ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসতে পারেন তিনি। প্রধানমন্ত্রী নিজেই ওই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য-রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই বৈঠকে থাকার কথা মমতারও। হতে পারে একান্ত কথা।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, কেন্দ্রীয় প্রকল্পে বন্ধ টাকা উদ্ধারে দিল্লিতে গিয়েছিলেন মমতা। তার পর থেকে একশো দিনের কাজের প্রকল্প ছাড়া বাকি প্রায় সব প্রকল্পেই বরাদ্দ ছাড়তে শুরু করে কেন্দ্র।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

এমনকি জি ২০ সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকেও উপস্থিত ছিলেন মমতা। তবে সেখানে তাদের একান্ত বৈঠক হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

উল্লেখ্য, কেন্দ্রের ১০টি মন্ত্রক এই গঙ্গা পরিষদের সদস্য। তাছাড়া যে রাজ্যগুলির ওপর দিয়ে গঙ্গে বয়ে গিয়েছে, সেই রাজ্যগুলিও এই পরিষদের সদস্য। এই বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়া, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা থাকতে পারেন বলেই খবর। ইতিমধ্যেই নবান্নর তরফে এই বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে বৈঠক বাদেও গঙ্গাবক্ষে ক্রুজ ভ্রমণের আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে।