০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যসভায় দুটি বিল পাস নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক মোদির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক: মন্ত্রীদের নিয়ে সংসদে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকার রাজ্যসভায় পাসের জন্য দুটি বিল তালিকাভুক্ত করেছে। যার মধ্যে রয়েছে ‘জম্মু ও কাশ্মীর অ্যাপ্রোপিয়েশন বিল ২০২৩’, এবং ‘অ্যাপ্রোপিয়েশন বিল ২০২৩’। এই দুটি বিল নিয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আইন মন্ত্রী কিরেণ রিজেজু, বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল সহ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

বিজেপি উচ্চ কক্ষে গুরুত্বপূর্ণ বিলগুলি পাসের জন্য সোমবার রাজ্যসভায় সাংসদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করে বলে জানা গেছে।
প্রসঙ্গত, লোকসভায় আগেই পাস হয়েছে অর্থবিল ২০২৩। সোমবার এই বিল রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন রাজ্যসভায় বিবেচিত হয় অর্থবিল ২০২৩ এবং তা ফেরত পাঠানো হয়। জম্মু ও কাশ্মীর অ্যাপ্রোপিয়েশন (নম্বর ২) বিল ২০২৩-ও বিবেচনা করা হয়েছে। বিলটি এর আগে গত সপ্তাহে লোকসভায় উত্তেজনার মধ্যেও পাস হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যসভায় দুটি বিল পাস নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক মোদির

আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মন্ত্রীদের নিয়ে সংসদে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকার রাজ্যসভায় পাসের জন্য দুটি বিল তালিকাভুক্ত করেছে। যার মধ্যে রয়েছে ‘জম্মু ও কাশ্মীর অ্যাপ্রোপিয়েশন বিল ২০২৩’, এবং ‘অ্যাপ্রোপিয়েশন বিল ২০২৩’। এই দুটি বিল নিয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আইন মন্ত্রী কিরেণ রিজেজু, বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল সহ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

বিজেপি উচ্চ কক্ষে গুরুত্বপূর্ণ বিলগুলি পাসের জন্য সোমবার রাজ্যসভায় সাংসদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করে বলে জানা গেছে।
প্রসঙ্গত, লোকসভায় আগেই পাস হয়েছে অর্থবিল ২০২৩। সোমবার এই বিল রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন রাজ্যসভায় বিবেচিত হয় অর্থবিল ২০২৩ এবং তা ফেরত পাঠানো হয়। জম্মু ও কাশ্মীর অ্যাপ্রোপিয়েশন (নম্বর ২) বিল ২০২৩-ও বিবেচনা করা হয়েছে। বিলটি এর আগে গত সপ্তাহে লোকসভায় উত্তেজনার মধ্যেও পাস হয়েছিল।