০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী সফরে শনিবার কর্নাটকে যাচ্ছেন মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 48

পুবের কলম প্রতিবেদক : একাধিক কর্মসূচি নিয়ে দুদিনের নির্বাচনী সফরে শনিবার কর্নাটকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনকে পাখির চোখ করেই, মোদির এই কর্নাটক সফর। আগামী ১০ মে ২২৪টি আসনে কর্নাটক বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোট গণনা হবে ১৩ মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার এবং রবিবার কর্নাটকে দুই দিনের সফরে ছয়টি জনসভায় ভাষণ সহ দুটি রোডশো করবেন।

জানা গেছে, মোদি শনিবার সকালে দিল্লি থেকে একটি বিশেষ বিমানে বিদার বিমানবন্দরে যাবেন, যেখান থেকে তিনি হেলিকপ্টারে করে এসে বিদার জেলার হুমনাবাদে সকাল ১১টায় একটি জনসভায় ভাষণ দেবেন। এর পর তিনি বিজয়পুরায় উড়ে যাবেন, যেখানে তিনি দুপুর ১টায় একটি জনসমাবেশে যোগদান করবেন। তারপরে তিনি বেলগাভি জেলার কুদাচিতে দুপুর ২.৪৫টা নাগাদ জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী বেঙ্গালুরু উত্তরে একটি রোড শো করতে সন্ধ্যায় সেখানে রওনা দেবেন। রবিবার সকালে রাজভবন থেকে কোলারে গিয়ে সকাল সাড়ে ১১টায় একটি জনসভায় ভাষণ দেবেন। কোলার থেকে প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় যাবেন রামানগর জেলার চান্নাপাটনায়, সেখানে একটি জনসভার কর্মসূচি আছে তার।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

মোদি হাসন জেলার বেলুড় মন্দিরে গিয়ে বিকাল ৩.৪৫ মিনিটে জনগণের উদ্দেশে ভাষণ দেওয়া সহ মহিশূরে একটি রোড-শো করবেন। মহিশূর থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরবেন তিনি।
উল্লেখ্য, নির্বাচনের আগে কর্নাটকে এই নিয়ে নবমতম সফর সারছেন প্রধানমন্ত্রী। ফেব্রুয়ারি থেকে এই সফর শুরু হয়েছে মোদির।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনী সফরে শনিবার কর্নাটকে যাচ্ছেন মোদি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক : একাধিক কর্মসূচি নিয়ে দুদিনের নির্বাচনী সফরে শনিবার কর্নাটকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনকে পাখির চোখ করেই, মোদির এই কর্নাটক সফর। আগামী ১০ মে ২২৪টি আসনে কর্নাটক বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোট গণনা হবে ১৩ মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার এবং রবিবার কর্নাটকে দুই দিনের সফরে ছয়টি জনসভায় ভাষণ সহ দুটি রোডশো করবেন।

জানা গেছে, মোদি শনিবার সকালে দিল্লি থেকে একটি বিশেষ বিমানে বিদার বিমানবন্দরে যাবেন, যেখান থেকে তিনি হেলিকপ্টারে করে এসে বিদার জেলার হুমনাবাদে সকাল ১১টায় একটি জনসভায় ভাষণ দেবেন। এর পর তিনি বিজয়পুরায় উড়ে যাবেন, যেখানে তিনি দুপুর ১টায় একটি জনসমাবেশে যোগদান করবেন। তারপরে তিনি বেলগাভি জেলার কুদাচিতে দুপুর ২.৪৫টা নাগাদ জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী বেঙ্গালুরু উত্তরে একটি রোড শো করতে সন্ধ্যায় সেখানে রওনা দেবেন। রবিবার সকালে রাজভবন থেকে কোলারে গিয়ে সকাল সাড়ে ১১টায় একটি জনসভায় ভাষণ দেবেন। কোলার থেকে প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় যাবেন রামানগর জেলার চান্নাপাটনায়, সেখানে একটি জনসভার কর্মসূচি আছে তার।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

মোদি হাসন জেলার বেলুড় মন্দিরে গিয়ে বিকাল ৩.৪৫ মিনিটে জনগণের উদ্দেশে ভাষণ দেওয়া সহ মহিশূরে একটি রোড-শো করবেন। মহিশূর থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরবেন তিনি।
উল্লেখ্য, নির্বাচনের আগে কর্নাটকে এই নিয়ে নবমতম সফর সারছেন প্রধানমন্ত্রী। ফেব্রুয়ারি থেকে এই সফর শুরু হয়েছে মোদির।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার