০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিরোধ চাই: মোদি

চামেলি দাস
  • আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার
  • / 279

পুবের কলম ওয়েবডেস্ক:পাকিস্তানকে যোগ্য জবাব দিতে মোদি সরকার চালিয়েছিল ‘অপারেশন সিদুর’ অভিযান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানকে সবক শেখাতে এই অভিযান চালায় ভারত।

তারপর একাধিক সমাবেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এবার দেশের বাইরেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই।

কানানাস্কিসে জি-৭ বৈঠকে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি ইটালি,আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান প্রভৃতি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সন্ত্রাসবাদের পাশাপাশি, বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে গ্লোবাল চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করা হবে তা নিয়ে আলোচনা হয়। সেখানে জি-৭ দেশগুলির প্রধানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

যারা সন্ত্রাসবাদকে লালন পালন করছে, মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মোদি আরও বলেন, যে দেশগুলো সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের অবশ্যই এর পরিণতি ভুগতে হবে। আর এক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের পরিকল্পনা ও ভাবনা স্বচ্ছ থাকা উচিত। কোনও রাষ্ট্র সন্ত্রাসবাদকে যদি সমর্থন করে সেক্ষেত্রে তাদেরকেই তার মূল্য চোকাতে হবে।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিরোধ চাই: মোদি

আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক:পাকিস্তানকে যোগ্য জবাব দিতে মোদি সরকার চালিয়েছিল ‘অপারেশন সিদুর’ অভিযান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানকে সবক শেখাতে এই অভিযান চালায় ভারত।

তারপর একাধিক সমাবেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এবার দেশের বাইরেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই।

কানানাস্কিসে জি-৭ বৈঠকে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি ইটালি,আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান প্রভৃতি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সন্ত্রাসবাদের পাশাপাশি, বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে গ্লোবাল চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করা হবে তা নিয়ে আলোচনা হয়। সেখানে জি-৭ দেশগুলির প্রধানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

যারা সন্ত্রাসবাদকে লালন পালন করছে, মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মোদি আরও বলেন, যে দেশগুলো সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের অবশ্যই এর পরিণতি ভুগতে হবে। আর এক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের পরিকল্পনা ও ভাবনা স্বচ্ছ থাকা উচিত। কোনও রাষ্ট্র সন্ত্রাসবাদকে যদি সমর্থন করে সেক্ষেত্রে তাদেরকেই তার মূল্য চোকাতে হবে।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প