২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মরু যুদ্ধের নায়ক ভৈরন সিং রাঠোরের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মোদি- শাহ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 34

 

পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন ৭১ সালে ভারত- পাক যুদ্ধের সেনা ভৈরন সিং। মরু যুদ্ধের নায়ক হিসেবেই তিনি অভিহিত ছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

আরও পড়ুন: মোদি-শাহের উপস্থিতিতেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ মানিক সাহার, অনুষ্ঠান বয়কট বাম-কংগ্রেস জোটের

ভৈরন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধে অদম্য সাহস এবং বীরত্ব প্রদর্শন করেছিলেন এই প্রাক্তন সেনা। সোমবার যোধপুর এইমস-এ প্রয়াত হন তিনি।

আরও পড়ুন: গুজরাত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন মোদি-শাহরা, তাই আপকে ব্যাকফুটে করার চেষ্টা: কেজরি

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “নায়েক (অব.) ভৈরন সিং জিকে আমাদের জাতির সেবার জন্য স্মরণ করা হবে। তিনি আমাদের জাতির ইতিহাসের এক সংকটময় সময়ে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। পরিবার কে জানাই গভীর সমবেদনা।

আরও পড়ুন: কেকের অকাল প্রয়াণে মর্মাহত মোদি -শাহ, ট্যুইট করে জানালেন শোক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভৈরন সিংয়ের সঙ্গে নিজের একটি ফটো ট্যুইট করেছেন, “গত বছর জয়সলমীরে থাকাকালীন ভৈরন সিং রাঠোর জির সঙ্গে দেখা হয়েছিল, মাতৃভূমির প্রতি ভালবাসা এবং দেশপ্রেমের শিখা তার হৃদয়ে ছিল। এটা সত্যিই ছিল। অনন্য তার সাহসিকতা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ঈশ্বর যেন তাঁর পরিবারকে এই শোক থেকে বেরিয়ে আসার শক্তি দেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মরু যুদ্ধের নায়ক ভৈরন সিং রাঠোরের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মোদি- শাহ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন ৭১ সালে ভারত- পাক যুদ্ধের সেনা ভৈরন সিং। মরু যুদ্ধের নায়ক হিসেবেই তিনি অভিহিত ছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

আরও পড়ুন: মোদি-শাহের উপস্থিতিতেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ মানিক সাহার, অনুষ্ঠান বয়কট বাম-কংগ্রেস জোটের

ভৈরন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধে অদম্য সাহস এবং বীরত্ব প্রদর্শন করেছিলেন এই প্রাক্তন সেনা। সোমবার যোধপুর এইমস-এ প্রয়াত হন তিনি।

আরও পড়ুন: গুজরাত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন মোদি-শাহরা, তাই আপকে ব্যাকফুটে করার চেষ্টা: কেজরি

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “নায়েক (অব.) ভৈরন সিং জিকে আমাদের জাতির সেবার জন্য স্মরণ করা হবে। তিনি আমাদের জাতির ইতিহাসের এক সংকটময় সময়ে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। পরিবার কে জানাই গভীর সমবেদনা।

আরও পড়ুন: কেকের অকাল প্রয়াণে মর্মাহত মোদি -শাহ, ট্যুইট করে জানালেন শোক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভৈরন সিংয়ের সঙ্গে নিজের একটি ফটো ট্যুইট করেছেন, “গত বছর জয়সলমীরে থাকাকালীন ভৈরন সিং রাঠোর জির সঙ্গে দেখা হয়েছিল, মাতৃভূমির প্রতি ভালবাসা এবং দেশপ্রেমের শিখা তার হৃদয়ে ছিল। এটা সত্যিই ছিল। অনন্য তার সাহসিকতা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ঈশ্বর যেন তাঁর পরিবারকে এই শোক থেকে বেরিয়ে আসার শক্তি দেন।