০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা মোদির

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার
  • / 347

পুবের কলম ওয়েবডেস্ক: ইরানে হামলা করল আমেরিকা। এই খবরে যখন বিশ্ব তোলপাড়। সেই আবহে দিল্লি থেকে ফোন গেল তেহরানে। রবিবার ভোরে ইরানের তিন পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা। আর তা নিয়েই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হোক বা গাজায় ইসরাইলের হামলা। আর এবার ইরানের উপর ইসরাইলের হামলা। প্রতি ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে ভারত। ১৩ জুন যখন ইরানে প্রথম হামলা চালিয়েছিল ইসরাইল সেইসময়ও নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট মোদি লিখেছিলেন, ‘‘ইসরাইলের প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তিনি আমাকে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন। আমি সবটাই শুনেলাম। পরিস্থিতি উদ্বেগজনক, শান্তি ফিরিয়ে আনা উচিত।’’ আর এবার ইরানে আমেরিকার হামলার পর সংঘাত যখন তুঙ্গে সেই আবহে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল মোদির।

আরও পড়ুন: ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর

রবিবার দুপুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন তিনি। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। তারপর নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সেই বার্তালাপের প্রসঙ্গ। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, ‘‘ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল। সেদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকটাই আলোচনা হয়েছে। গোটা ঘটনা খুবই উদ্বেগজনক। অবিলম্বে আমাদের উত্তেজনা প্রশমনের মাধ্যমে কূটনৈতিক স্তরে আলোচনা করা প্রয়োজন।’’

আরও পড়ুন: এবার ওষুধের উপর ১০০% শুল্ক ঘোষণা ট্রাম্পের, বিপাকে ভারতীয় ওষুধ রফতানিকারকরা 

রবিবার ভোররাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালায় আমেরিকা। এই হামলার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান। তারপরই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন মোদি। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি।

আরও পড়ুন: মানুষের শান্তি কেড়ে ‘ শান্তিতে পুরস্কার ‘ পেতে চাচ্ছেন, ট্রাম্পের নোবেল আটকাতে কমিটিকে চিঠি কেরলবাসীর

সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললাম। বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সাম্প্রতিক হামলা সম্পর্কে আমার উদ্বেগের কথা তাঁকে জানিয়েছি। আবারও আমরা বার্তা দিয়েছি যে অবিলম্বে এই সংঘর্ষ বন্ধ হোক। ওই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিরতা পুনঃপ্রতিষ্ঠায় কূটনীতি ও আলোচনাই পথ। চলতি সপ্তাহেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকা ইরানে কোনও রকম সামরিক হামলা চালাবে কি না, তার জন্য দুসপ্তাহ সময় লাগবে।

কিন্তু তাঁর এহেন মন্তব্যের ৭২ ঘণ্টার মধ্যেই আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্র— ফোরদো, ইশফাহান, নাতানাজ-এ হামলা চালাল। প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ইরানও জবাবে আমেরিকাকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। তেহেরান আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘‘আপনারা (আমেরিকা) শুরু করেছেন। এবার আমরা শেষ করব।’’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা মোদির

আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইরানে হামলা করল আমেরিকা। এই খবরে যখন বিশ্ব তোলপাড়। সেই আবহে দিল্লি থেকে ফোন গেল তেহরানে। রবিবার ভোরে ইরানের তিন পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা। আর তা নিয়েই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হোক বা গাজায় ইসরাইলের হামলা। আর এবার ইরানের উপর ইসরাইলের হামলা। প্রতি ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে ভারত। ১৩ জুন যখন ইরানে প্রথম হামলা চালিয়েছিল ইসরাইল সেইসময়ও নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট মোদি লিখেছিলেন, ‘‘ইসরাইলের প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তিনি আমাকে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন। আমি সবটাই শুনেলাম। পরিস্থিতি উদ্বেগজনক, শান্তি ফিরিয়ে আনা উচিত।’’ আর এবার ইরানে আমেরিকার হামলার পর সংঘাত যখন তুঙ্গে সেই আবহে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল মোদির।

আরও পড়ুন: ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর

রবিবার দুপুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন তিনি। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। তারপর নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সেই বার্তালাপের প্রসঙ্গ। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, ‘‘ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল। সেদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকটাই আলোচনা হয়েছে। গোটা ঘটনা খুবই উদ্বেগজনক। অবিলম্বে আমাদের উত্তেজনা প্রশমনের মাধ্যমে কূটনৈতিক স্তরে আলোচনা করা প্রয়োজন।’’

আরও পড়ুন: এবার ওষুধের উপর ১০০% শুল্ক ঘোষণা ট্রাম্পের, বিপাকে ভারতীয় ওষুধ রফতানিকারকরা 

রবিবার ভোররাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালায় আমেরিকা। এই হামলার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান। তারপরই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন মোদি। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি।

আরও পড়ুন: মানুষের শান্তি কেড়ে ‘ শান্তিতে পুরস্কার ‘ পেতে চাচ্ছেন, ট্রাম্পের নোবেল আটকাতে কমিটিকে চিঠি কেরলবাসীর

সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললাম। বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সাম্প্রতিক হামলা সম্পর্কে আমার উদ্বেগের কথা তাঁকে জানিয়েছি। আবারও আমরা বার্তা দিয়েছি যে অবিলম্বে এই সংঘর্ষ বন্ধ হোক। ওই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিরতা পুনঃপ্রতিষ্ঠায় কূটনীতি ও আলোচনাই পথ। চলতি সপ্তাহেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকা ইরানে কোনও রকম সামরিক হামলা চালাবে কি না, তার জন্য দুসপ্তাহ সময় লাগবে।

কিন্তু তাঁর এহেন মন্তব্যের ৭২ ঘণ্টার মধ্যেই আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্র— ফোরদো, ইশফাহান, নাতানাজ-এ হামলা চালাল। প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ইরানও জবাবে আমেরিকাকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। তেহেরান আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘‘আপনারা (আমেরিকা) শুরু করেছেন। এবার আমরা শেষ করব।’’