‘২০২৯, ২০৩৪-এও প্রধানমন্ত্রী মোদিই’: রাজনাথ সিং
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 289
অবসর জল্পনায় পূর্ণচ্ছেদ টানলেন রাজনাথ সিং
পুবের কলম ওয়েবডেস্ক: সদ্যই ৭৫ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল— এবার কি তিনিও লালকৃষ্ণ আডবানী বা মুরলী মনোহর যোশীর মতো ‘মার্গদর্শকমণ্ডলী’-তে চলে যাবেন? তবে বিজেপি বারবারই সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে। শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফের একবার স্পষ্ট জানিয়ে দিলেন, ২০২৯ তো বটেই, ২০৩৪ সাল এবং তার পরেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকবেন মোদিই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ বলেন, “আজ বিশ্বের প্রথম সারির নেতারাও মোদিজির পরামর্শ চান। আমি আগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে এত রাষ্ট্রনেতার শুভেচ্ছা পেতে দেখিনি।” বিজেপির প্রবীণ নেতা, প্রাক্তন সভাপতি ও নীতি নির্ধারক রাজনাথের কথায়, দলীয় নেতৃত্ব নিয়ে কোনও দ্বিমত নেই।তাঁর স্পষ্ট মন্তব্য, “প্রধানমন্ত্রী পদে এখন কোনও ভ্যাকেন্সি নেই। ২০২৯ তো বটেই, ২০৩৪-সহ বহু বছর বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকবেন মোদিজিই।”
বর্তমানে ভোটচুরির অভিযোগ তুলে বিরোধীরা আন্দোলন করলেও রাজনাথ তা আমল দিতে নারাজ। তাঁর মতে, “এসব ভিত্তিহীন অভিযোগ। যদি সত্যিই কোনও প্রমাণ থাকে, বিরোধীদের আদালতের দ্বারস্থ হওয়া উচিত।”
উল্লেখ্য, মোদির অবসর নিয়ে বিজেপির অন্দরে জল্পনা নতুন নয়। ২০১৪ সালের লোকসভা ভোটের সময় থেকেই শোনা যাচ্ছিল, ৭৫ বছর বয়সের পরে নেতারা সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। তবে বিজেপির সংবিধানে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক নীতি নেই। রাজনাথ এবার ফের জানিয়ে দিলেন, এ বিতর্কের কোনও অবকাশই নেই।




















































