ড্র করে পয়েন্ট খোয়ালো মহামেডান

- আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্ক: আই লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে নেরোকা এফসির বিরুদ্ধে ড্র করে আটকে গেল মহামেডান স্পোর্টিং। কল্যাণী স্টেডিয়ামে এদিন দারুণ শুরু করেও শেষ রক্ষা করতে পারল না আন্দ্রে চেরনিসোভের সাদাকালো ব্রিগেড। ম্যাচের ২ মিনিটেই মার্কাস জোসেফের গোলে এগিয়ে গেলেও ১৩ মিনিটে নিরাকার হয়ে সমতাসূচক গোলটি করলেন সার্জিও মেণ্ডি। এদিন মহামেডানের খেলায় কিছু গাফিলতি ধরা পরল। কম্বিনেশন ঠিকঠাক থাকলেও মাঝে মাঠে বল দখলের লড়াইয়ে সাদাকালো ব্রিগেডের সঙ্গে সমানে টক্কর দিয়ে গেল নেরোকা এফসি। দুই দলের গোল দুটি হল প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও দুই দলের কেউই গোল করতে পারলো না। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মহামেডান এখন লিগ তালিকার ২ নম্বরে। ১ পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে রয়েছে গোকুলাম কেরালা।