ISL খেলতে সমস্যা নেই মহামেডানের
- আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার
- / 50
পুবের কলম, ওয়েবডেস্কঃ মহামেডান কি এবার আইএসএল (ISL) খেলার ছাড়পত্র পাবে না? ময়দানে এমন একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন আগেই লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার পরই এমন সব প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বেশ কিছু কারণে মহামেডান স্পোর্টিংয়ের লাইসেন্সিং পরীক্ষার ফলে কিছু সমস্যা দেখা গিয়েছে। আর তার ফলেই তারা উত্তীর্ণ হতে পারেনি।
সম্প্রতি ক্লাবের বিনিয়োগকারী শ্রাচী স্পোর্টস মাঝপথে ক্লাবের বিনিয়োগ বন্ধ করে দেয়। তাতেই বেশ কিছুটা অসুবিধেয় পড়ে মহামেডান স্পোর্টিং ক্লাব। শেয়ার বিনিময় সংক্রান্ত কিছু বিষয়ের খারাপ প্রভাবও পড়েছে ক্লাবের লাইসেন্সিং পরীক্ষায়। আরও কিছু বিষয় রয়েছে এই তালিকায়। তবে মহামেডান কর্মকর্তারা এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। তারা এটা মনে করছেন না, যে লাইসেন্সিং পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও তাদের আইএসএল খেলার ক্ষেত্রে কোনও অসুবিধে হতে পারে বলে।
ইতিমধ্যেই কর্তারা বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন। তাঁরা মনে করছেন, যে যে কারণে মহামেডানকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই সমস্যাগুলি মেটানোর জন্য তারা বদ্ধপরিকর। হাতে কিছুটা সময় রয়েছে। তারই মধ্যে দল গঠন থেকে শুরু করে সবকিছুই সারতে চান সাদা কালো কর্তারা। পরবর্তী আইএসএলের (ISL) দিকে তাকিয়েই তারা দল গঠনে নামতে চলেছেন। তবে কিছুটা ধীরেসুস্থে তারা এগোতে চাইছেন। ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, ‘আমাদের এর জন্য আইএসএল খেলতে কোনও সমস্যা হবে না। আসলে কিছু ক্রাইটেরিয়া থাকে। সেগুলি পূর্ণ না হলে মাঝে মধ্যে লাইসেন্সিং পরীক্ষায় এমন বিব্রতকর পরিস্থিতির সামনে পড়তে হয়। তবে সেটা সাময়িক। সেগুলিকে শুধরে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি।’