০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
সিএবি এর মহিলা টি-টোয়েন্টিতে জয় মহামেডানের

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্কঃ সিএবি পরিচালিত মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট লিগে মঙ্গলবার কল্যাণীতে রাজস্থান ক্লাব কে ১৯ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল মহামেডান স্পোর্টিং ক্লাবের মহিলা ব্রিগেড।
প্রথমে ব্যাট করে মহামেডানের মেয়েরা নির্ধারিত কুড়ি ওভারে ১৩২ রান তোলে। মিতা পাল ৬০ বলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করেন। প্রিয়াঙ্কা বালা করেন ২২ রান। তিতাস সিন্ধু করেন ২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ক্লাবের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৩ রান তুলতে সমর্থ হয়। ১৯ রানে ম্যাচ জিতে নিল মহামেডান। ম্যাচের সেরা হলেন মহামেডানের অধিনায়ক তথা ব্যাটার মিতা পাল। এই জয়ে বেজায় খুশি ক্লাব এর ক্রিকেট সেক্রেটারি দীপক কুমার সিং।