পুবের কলম ওয়েবডেস্ক: এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারত। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত সেই ট্রফি আর ভারতীয় ক্রিকেটারদের হাতে দেওয়া হয়নি। যেটি দেওয়া হয়েছিল সেটি রেপ্লিকা। আর নাকভি সেই ট্রফি নিজের কাছে রেখে দেন। জানিয়ে দেন, ভারত যদি ট্রফি নিতে অস্বীকার করে, তাহলে তারা যেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে সেই ট্রফি নিয়ে যায়।
সূর্যরা অভিযোগ করেন নাকভি নাকি ট্রফি নিয়ে চলে গেছেন। এদিকে নাকভির পদক্ষেপে খুশি হয়ে তাঁকে সোনার পদক দিতে চাইল পাকিস্তানের একটি সংস্থা। জুলিফকার আলি ভুট্টো এক্সেলেন্স অ্যাওয়ার্ড কমিটি নাকভিকে এই সোনার পদক তুলে দেবে।
সম্প্রতি ভারত পাক রাজনৈতিক সমস্যার কারণে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলাননি, কোনও সৌজন্য বিনিময় করেননি। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেন।
অন্য কোনও কর্তার থেকে ট্রফি নিতে চেয়েছিলেন সূর্যরা। কিন্তু সেই ট্রফি তাদের দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেটাররা অভিযোগ করেছিলেন ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছেন নাকভি। শেষ পর্যন্ত ভারতকে ট্রফি না দিযে নিজের দেশে সোনায় সম্বর্ধিত হচ্ছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেযারম্যান তথা পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।


































