বঙ্গে প্রবেশ করল বর্ষা
ইমামা খাতুন
- আপডেট :
১২ জুন ২০২৩, সোমবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: বঙ্গে প্রবেশ করল বর্ষা। সোমবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে রাজ্যে বর্ষা প্রবেশ করলেও এখনই গরমের থেকে মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী। একইসঙ্গে তাপপ্রবাহেরই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মালদা, দক্ষিণ দিনাজপুরে এখনই গরম কমবে না। তাপপ্রবাহের সম্ভাবনাও থাকছে। একইভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ চলবে। বৃষ্টি হলেও বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া ও গরম বাড়বে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১ থেকে ৮৮ শতাংশ। এদিন বিকেল হতেই কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ। এরপর খানিক ধুলোর ঝড়ের পরেই শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। তাতে অনেকটাই আবহাওয়া পরিবর্তন হয়।