সময়ের আগেই দেশে বর্ষার প্রবেশ জানাল মৌসম ভবন

- আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
- / 133
পুবের কলম প্রতিবেদকঃ নির্ধারিত সময়ের আগেভাগেই দেশে বর্ষার প্রবেশ। ১৩ মে, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকল দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে। মৌসম ভবন জানিয়েছে, গত দু’দিন ধরেই নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ, মঙ্গলবার দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে।
মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী তিন-চারদিনে দক্ষিণ আরব সাগরের কিছু অংশে, মালদ্বীপ ও কোমোরিন অঞ্চল, দক্ষিণ বঙ্গোপসাগরের আরও কিছু অংশে, সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান সাগরের অবশিষ্ট অংশে এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। সাধারণত ১৮ মে থেকে ২১ মে-র মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২ মে বর্ষা প্রবেশ করে। এবার নির্ধারিত সময়ের আগেভাগেই বর্ষা ঢুকল দেশে।
মৌসম ভবন জানিয়েছে, চলতি বছরে ২৭ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। সাধারণত পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবছর চারদিন আগেই বর্ষার বৃষ্টি শুরু হতে পারে কেরলে। সেক্ষেত্রে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আগে ঢুকলে, সব ঠিক থাকলে বাংলাতেও আগেভাগে বর্ষা ঢুকবে বলে আশায় বাসিন্দারা। ১৬ বছর পর আগাম বর্ষার প্রবেশ ঘটতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগাম বর্ষার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণের কোনও সম্পর্ক নেই। তবে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জুন থেকে সেপ্টেম্বর, এই চারমাসে দেশজুড়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়ার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদেও। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর, আগামী শুক্রবার পর্যন্ত বাংলায় জারি থাকবে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে শুক্র পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তার সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও।