বিজেপির ভারত ছাড়ো আন্দোলনের প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল মন্তেশ্বরে

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 24
মৃত্যুঞ্জয় যশ : বিজেপির ভারত ছাড়ো আন্দোলনের প্রতিবাদ জানিয়ে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল কুসুমগ্রামে।
মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশী এই উক্তি ও ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন কে সামনে রেখে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যাযের নির্দেশে আজ দুপুরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের নেতৃত্বে কুসুমগ্রাম বাজার থেকে একটি সুবিশাল মিছিল শুরু হয়ে, গোটা কুসুমগ্রাম বাজার পরিক্রমা মিছিল এসে কুসুমগ্রাম বাসস্ট্যান্ড শেষ হয়।
এই মিছিল থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষা ভাষী মানুষদের উপর অত্যাচার এবং বিজেপির প্ররোচনায় বাংলাভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষ মূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরি ষড়যন্ত্র ও হেনস্তার প্রতিবাদে এই মিছিলে অংশ নিয়ে গর্জে ওঠে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমার জিৎ পান, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি ও বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা সহ বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান, ও অঞ্চল সভাপতি ও বিভিন্ন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা।