০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন গঙ্গা (Operation Ganga) : হাঙ্গেরি থেকে দিল্লিতে ফিরলেন ২৪০ ভারতীয়

অপারেশন গঙ্গা ৷ এই অভিযানেই হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ২৪০ জন ভারতীয়কে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিল তৃতীয় বিমান ৷ রবিবার একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷তিনি টুইটে জানান, “অপারেশন গঙ্গার তৃতীয় বিমান ২৪০ জন ভারতীয়কে নিয়ে বুদাপেস্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে ৷”

ইউক্রেন-রাশিয়া সংকটজনক পরিস্থিতিতে ভারতীয় নাগরিকরা যাতে সীমান্তের সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ না করে কোনও চেকপয়েন্টের দিকে না যান, সেই নির্দেশ দিয়েছে কিয়েভের ভারতীয় দূতাবাস ৷এখনও পর্যন্ত যুদ্ধদীর্ণ ইউক্রেন থেকে ৪৬৯ জন ভারতীয় নাগরিককে সরিয়ে আনা সম্ভব হয়েছে ৷ তাঁদের মধ্যে রবিবার সকালে ২৫০  জন দিল্লিতে অবতরণ করেছেন ৷ আর শনিবার রাতেই মুম্বইতে অবতরণ করেছেন ২১৯ জন ৷

আরও পড়ুন: যুদ্ধে উস্কানি যুক্তরাষ্ট্রের, ইউক্রেনকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে বাইডেন

ভারত শনিবার রাশিয়ার সামরিক অভিযানের জেরে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে শুরু করেছে, প্রথম ফ্লাইট, AI1944, সন্ধ্যায় বুখারেস্ট থেকে মুম্বইতে ২১৯ জনকে ফিরিয়ে এনেছে।

২৪ ফেব্রুয়ারি সকাল থেকেই রাশিয়ার সামরিক আক্রমণ শুরুর পরই ইউক্রেনের আকাশসীমা অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাই, ভারতীয় বিমানগুলি বুখারেস্ট এবং বুদাপেস্ট থেকে ওঠানামা করছে (Operation Ganga)।

যে ভারতীয় নাগরিকরা ইউক্রেন-রোমানিয়া সীমান্ত এবং ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে পৌঁছেছেন তাদের ভারতীয় সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় সড়কপথে বুখারেস্ট এবং বুদাপেস্টে নিয়ে যাওয়া হয়েছিল যাতে সকলকে এয়ার ইন্ডিয়ার বিমানে তুলে সরিয়ে নেওয়া যায়। সরকার উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকদের থেকে কোনও বিমানভাড়া নিচ্ছে না বলেই জানিয়েছেন কর্মকর্তারা।

 

 

সর্বধিক পাঠিত

নেতানিয়াহুর শাসন পছন্দ নয়! এক বছরে ইসরাইল ছেড়েছেন প্রায় ৭০ হাজার ইহুদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপারেশন গঙ্গা (Operation Ganga) : হাঙ্গেরি থেকে দিল্লিতে ফিরলেন ২৪০ ভারতীয়

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

অপারেশন গঙ্গা ৷ এই অভিযানেই হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ২৪০ জন ভারতীয়কে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিল তৃতীয় বিমান ৷ রবিবার একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷তিনি টুইটে জানান, “অপারেশন গঙ্গার তৃতীয় বিমান ২৪০ জন ভারতীয়কে নিয়ে বুদাপেস্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে ৷”

ইউক্রেন-রাশিয়া সংকটজনক পরিস্থিতিতে ভারতীয় নাগরিকরা যাতে সীমান্তের সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ না করে কোনও চেকপয়েন্টের দিকে না যান, সেই নির্দেশ দিয়েছে কিয়েভের ভারতীয় দূতাবাস ৷এখনও পর্যন্ত যুদ্ধদীর্ণ ইউক্রেন থেকে ৪৬৯ জন ভারতীয় নাগরিককে সরিয়ে আনা সম্ভব হয়েছে ৷ তাঁদের মধ্যে রবিবার সকালে ২৫০  জন দিল্লিতে অবতরণ করেছেন ৷ আর শনিবার রাতেই মুম্বইতে অবতরণ করেছেন ২১৯ জন ৷

আরও পড়ুন: যুদ্ধে উস্কানি যুক্তরাষ্ট্রের, ইউক্রেনকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে বাইডেন

ভারত শনিবার রাশিয়ার সামরিক অভিযানের জেরে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে শুরু করেছে, প্রথম ফ্লাইট, AI1944, সন্ধ্যায় বুখারেস্ট থেকে মুম্বইতে ২১৯ জনকে ফিরিয়ে এনেছে।

২৪ ফেব্রুয়ারি সকাল থেকেই রাশিয়ার সামরিক আক্রমণ শুরুর পরই ইউক্রেনের আকাশসীমা অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাই, ভারতীয় বিমানগুলি বুখারেস্ট এবং বুদাপেস্ট থেকে ওঠানামা করছে (Operation Ganga)।

যে ভারতীয় নাগরিকরা ইউক্রেন-রোমানিয়া সীমান্ত এবং ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে পৌঁছেছেন তাদের ভারতীয় সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় সড়কপথে বুখারেস্ট এবং বুদাপেস্টে নিয়ে যাওয়া হয়েছিল যাতে সকলকে এয়ার ইন্ডিয়ার বিমানে তুলে সরিয়ে নেওয়া যায়। সরকার উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকদের থেকে কোনও বিমানভাড়া নিচ্ছে না বলেই জানিয়েছেন কর্মকর্তারা।