২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির চেয়েও বেশি মাতামাতি ইয়ামালের ১০ নম্বর জার্সি পেতে

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
  • / 28

পুবের কলম প্রতিবেদক : বার্সেলোনার হয়ে অভিষেক থেকেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন স্পেনের তরুণ তুর্কি ফুটবলার লামিনে ইয়ামাল। গত মরশুমে তিনি বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে রাখেন দারুণ ভূমিকা। জাতীয় দলের হয়েও একই ছন্দে ছুটছেন স্প্যানিশ এই মুসলিম ফুটবলারটি। সব মিলিয়ে ১৮ বছর বয়সেই তারকায় পরিণত হয়েছেন তিনি। যার ফলে গত মাসেই ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত লম্বা চুক্তি সেরে ফেলে তার ক্লাব। শুধু চুক্তি সারা নয়, একই সঙ্গে তাদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটিও (যেটি পরতেন লিওনেল মেসি) তুলে দেন ইয়ামালের গায়ে।

ইয়ামালের হাতে গত বুধবার আইকনিক ১০ নম্বর জার্সি তুলে দিয়েছে বার্সেলোনা। তার মধ্যেই ক্লাবটির আয়ে পড়েছে অভাবনীয় প্রভাব। এতদিন যে জার্সি পরে ক্লাবের ইতিহাসের সেরা হয়ে উঠেছেন মেসি। এবার সেই জার্সি ইয়ামালের গায়ে চড়ে ছাপিয়ে যাচ্ছে মেসির সাফল্যকে। এর আগে মেসির পাশাপাশি বার্সায় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন দিয়েগো মারাদোনা, রোনাল্ডিনহো, রিভালদো, রোমারিওর মতো কিংবদন্তিরা। তবে ইয়ামালের নাম লেখা ১০ নম্বর জার্সি ক্লাবের অফিসিয়াল দোকান ও অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গে পড়ে যায় কাড়াকাড়ি। একটা জার্সি পেতে স্টোরে সমর্থকদের ভীড়। আর্জেন্টাইন মহাতারকা মেসির জার্সির নিয়েও এতটা পাগলামি দেখেনি বার্সেলোনা, যা দেখা যাচ্ছে ইয়ামালের ক্ষেত্রে। জানা গিয়েছে, ইয়ামালের জার্সি বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যে বার্সার আয়ের অঙ্ক এক কোটি ইউরো ছাড়িয়ে গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেসির চেয়েও বেশি মাতামাতি ইয়ামালের ১০ নম্বর জার্সি পেতে

আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক : বার্সেলোনার হয়ে অভিষেক থেকেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন স্পেনের তরুণ তুর্কি ফুটবলার লামিনে ইয়ামাল। গত মরশুমে তিনি বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে রাখেন দারুণ ভূমিকা। জাতীয় দলের হয়েও একই ছন্দে ছুটছেন স্প্যানিশ এই মুসলিম ফুটবলারটি। সব মিলিয়ে ১৮ বছর বয়সেই তারকায় পরিণত হয়েছেন তিনি। যার ফলে গত মাসেই ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত লম্বা চুক্তি সেরে ফেলে তার ক্লাব। শুধু চুক্তি সারা নয়, একই সঙ্গে তাদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটিও (যেটি পরতেন লিওনেল মেসি) তুলে দেন ইয়ামালের গায়ে।

ইয়ামালের হাতে গত বুধবার আইকনিক ১০ নম্বর জার্সি তুলে দিয়েছে বার্সেলোনা। তার মধ্যেই ক্লাবটির আয়ে পড়েছে অভাবনীয় প্রভাব। এতদিন যে জার্সি পরে ক্লাবের ইতিহাসের সেরা হয়ে উঠেছেন মেসি। এবার সেই জার্সি ইয়ামালের গায়ে চড়ে ছাপিয়ে যাচ্ছে মেসির সাফল্যকে। এর আগে মেসির পাশাপাশি বার্সায় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন দিয়েগো মারাদোনা, রোনাল্ডিনহো, রিভালদো, রোমারিওর মতো কিংবদন্তিরা। তবে ইয়ামালের নাম লেখা ১০ নম্বর জার্সি ক্লাবের অফিসিয়াল দোকান ও অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গে পড়ে যায় কাড়াকাড়ি। একটা জার্সি পেতে স্টোরে সমর্থকদের ভীড়। আর্জেন্টাইন মহাতারকা মেসির জার্সির নিয়েও এতটা পাগলামি দেখেনি বার্সেলোনা, যা দেখা যাচ্ছে ইয়ামালের ক্ষেত্রে। জানা গিয়েছে, ইয়ামালের জার্সি বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যে বার্সার আয়ের অঙ্ক এক কোটি ইউরো ছাড়িয়ে গিয়েছে।