প্রতিবছর মধ্যপ্রদেশে নিখোঁজ হচ্ছে ১০ হাজারেরও বেশি শিশু, চার বছরে নিখোঁজের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

- আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
- / 27
পুবের কলম ওয়েবডেস্ক : মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সচিন যাদব প্রশ্ন তোলেন যে, রাজ্যে ক্রমাগত নিখোঁজ হচ্ছে শিশুরা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ? এই প্রশ্নের জবাবে রাজ্য সরকার যেসব তথ্য সামনে এনেছে, তা চমকে দেওয়ার মতো।
সরকার স্বীকার করেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ৪ জুলাই পর্যন্ত মোট ৫৯,৩৬৫ শিশু নিখোঁজ হয়েছে। তার মধ্যে ৪৮,২৭৪ জন নিখোঁজ শিশু কন্যা, এবং ১১,০৯১ জন শিশু পুত্র। অর্থাৎ নিখোঁজ হওয়া শিশুদের প্রায় ৮০ শতাংশই মেয়ে শিশু।
সচিন যাদব প্রশ্ন তোলেন, “মধ্যপ্রদেশে কীভাবে প্রতি বছর এতো শিশু নিখোঁজ হচ্ছে? সরকার কী করছে? কেন তারা শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারছে না?”তিনি আরও বলেন, “এটা শুধু আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, এটা মানবিক সংকট।”
সরকার জানিয়েছে, নিখোঁজ শিশুদের তুলনায় উদ্ধার হওয়া শিশুদের সংখ্যা অনেক কম। এই তথ্য আরও উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে যেহেতু কন্যা শিশুদের নিখোঁজ হওয়ার হার এত বেশি, তা মানবপাচার, বাল্যবিবাহ কিংবা যৌন নিপীড়নের মতো অপরাধের সম্ভাবনাকে জোরদার করছে।
বিভিন্ন শিশু সুরক্ষা সংস্থা বলছে, এত সংখ্যক শিশু বছরের পর বছর নিখোঁজ হয়ে যাচ্ছে অথচ রাষ্ট্র তার দায় এড়িয়ে যাচ্ছে, এটা চরম হতাশাজনক। সরকারের উচিত এই বিষয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।
উল্লেখ্য যে, মধ্যপ্রদেশে নিখোঁজ শিশুর সংখ্যা এখন আর নিছক পরিসংখ্যান নয়, বরং এটি এক গভীর সামাজিক সংকটের প্রতিফলন।