০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ন্যাশনাল মেডিক্যালের  চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী  মিলিয়ে ২০০-র উপরে করোনায় আক্রান্ত

রফিকুল হাসান
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 114

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার পার্কসার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে দুশোর উপরে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে চিন্তিত স্বাস্থ্যকর্তারা। কেননা চিকিৎসার সঙ্গে যুক্ত লোকজন করোনায় আক্রান্ত হওয়ায় ওই হাসপাতালের পরিষেবা আগের মতো চালু রাখা মুশকিল হয়ে পড়েছে।

ওই হাসপাতাল সুত্রে খবর, এই সময়ে শুধুমাত্র জরুরি অস্ত্রোপচারকেই প্রাধান্য দেওয়া হবে। অন্য সবধরণের অস্ত্রোপচার বা প্ল্যানড অপারেশন যা পরে করলেও ওই রোগীর কোনও সমস্যা হবে না, তা আপাতত বন্ধ রাখা হবে। এর পাশাপাশি হাসপাতালের বর্হিবিভাগ ও আউটডোর পরিষেবাও নিয়ন্ত্রিত করা হচ্ছে।

সুত্রের খবর, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বেশ কয়েকজন সার্জেন ডাক্তারও করোনায় আক্রান্ত। এছাড়া কোভিডে কাবু বহু স্বাস্থ্যকর্মীও। কলকাতায় দিনদিন যে ভয়াল রুপ নিচ্ছে করোনা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় এই নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন।

কলকাতায় বাজারঘাট নিয়ন্ত্রন রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।কলকাতা পুলিশের পক্ষ থেকে মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষজনকে সচেতন করতে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ নবান্নের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করে চলেছে। এরমধ্যে খোদ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষজন করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকায় উদ্বেগে স্বাস্থ্যকর্তারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ন্যাশনাল মেডিক্যালের  চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী  মিলিয়ে ২০০-র উপরে করোনায় আক্রান্ত

আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার পার্কসার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে দুশোর উপরে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে চিন্তিত স্বাস্থ্যকর্তারা। কেননা চিকিৎসার সঙ্গে যুক্ত লোকজন করোনায় আক্রান্ত হওয়ায় ওই হাসপাতালের পরিষেবা আগের মতো চালু রাখা মুশকিল হয়ে পড়েছে।

ওই হাসপাতাল সুত্রে খবর, এই সময়ে শুধুমাত্র জরুরি অস্ত্রোপচারকেই প্রাধান্য দেওয়া হবে। অন্য সবধরণের অস্ত্রোপচার বা প্ল্যানড অপারেশন যা পরে করলেও ওই রোগীর কোনও সমস্যা হবে না, তা আপাতত বন্ধ রাখা হবে। এর পাশাপাশি হাসপাতালের বর্হিবিভাগ ও আউটডোর পরিষেবাও নিয়ন্ত্রিত করা হচ্ছে।

সুত্রের খবর, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বেশ কয়েকজন সার্জেন ডাক্তারও করোনায় আক্রান্ত। এছাড়া কোভিডে কাবু বহু স্বাস্থ্যকর্মীও। কলকাতায় দিনদিন যে ভয়াল রুপ নিচ্ছে করোনা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় এই নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন।

কলকাতায় বাজারঘাট নিয়ন্ত্রন রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।কলকাতা পুলিশের পক্ষ থেকে মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষজনকে সচেতন করতে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ নবান্নের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করে চলেছে। এরমধ্যে খোদ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষজন করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকায় উদ্বেগে স্বাস্থ্যকর্তারা।