০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মা ও মামা মিলে ৫ বছরের শিশুকে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্কঃ পাঁচ বছরের শিশুর গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল মা ও মামার বিরুদ্ধে । এই ঘটনায় অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পাঁচ বছরের ওই শিশুটিকে নানান ভাবে অত্যাচার করতেন তাঁরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু।

পুলিশ সূত্রে খবর,  ধৃতেরা হলেন ২৫ বছরের রেশমি মহাপাত্র এবং তাঁর তুতো ভাই ২৮ বছরের কমলাকান্ত মহাপাত্র। তাঁরা গোপালপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার রেশমির শিশুপুত্রের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। মা এবং মামা মিলে শিশুটিকে হেনস্থা করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই শিশুকে উদ্ধার করে।

ঘটনাপ্রসঙ্গে, বৈরি থানার পুলিশ ইনস্পেক্টর জানিয়েছেন, ‘‘আমরা শিশুটিকে উদ্ধার করে   হাসপাতালে নিয়ে যাই। তাকে সিগারেটের একাধিক ছ্যাঁকা দেওয়া হয়েছে বলেই জানান চিকিৎসারত চিকিৎসকরা। তার পর আমরা অভিযুক্তদের গ্রেফতার করি।’’

সূত্রের খবর, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরে আলাদা থাকতেন ওই মহিলা।  ছেলেকে নিয়ে রেশমি থাকেন বাপের বাড়িতে। তবে কেন তিনি এবং তাঁর ভাই মিলে  শিশুটির উপর এ ভাবে অত্যাচার করলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মা ও মামা মিলে ৫ বছরের শিশুকে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২

আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পাঁচ বছরের শিশুর গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল মা ও মামার বিরুদ্ধে । এই ঘটনায় অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পাঁচ বছরের ওই শিশুটিকে নানান ভাবে অত্যাচার করতেন তাঁরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু।

পুলিশ সূত্রে খবর,  ধৃতেরা হলেন ২৫ বছরের রেশমি মহাপাত্র এবং তাঁর তুতো ভাই ২৮ বছরের কমলাকান্ত মহাপাত্র। তাঁরা গোপালপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার রেশমির শিশুপুত্রের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। মা এবং মামা মিলে শিশুটিকে হেনস্থা করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই শিশুকে উদ্ধার করে।

ঘটনাপ্রসঙ্গে, বৈরি থানার পুলিশ ইনস্পেক্টর জানিয়েছেন, ‘‘আমরা শিশুটিকে উদ্ধার করে   হাসপাতালে নিয়ে যাই। তাকে সিগারেটের একাধিক ছ্যাঁকা দেওয়া হয়েছে বলেই জানান চিকিৎসারত চিকিৎসকরা। তার পর আমরা অভিযুক্তদের গ্রেফতার করি।’’

সূত্রের খবর, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরে আলাদা থাকতেন ওই মহিলা।  ছেলেকে নিয়ে রেশমি থাকেন বাপের বাড়িতে। তবে কেন তিনি এবং তাঁর ভাই মিলে  শিশুটির উপর এ ভাবে অত্যাচার করলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।