০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 কুয়োতে ফেলে খুন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকন্যাকে, গ্রেফতার মা   

ইমামা খাতুন
  • আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 37

পুবের কলম ওয়েবডেস্কঃ একদিকে অভাবের সংসার অন্যদিকে দু’ই সন্তানই বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় কি এরকম নৃশংস কাণ্ড ঘটালেন মা উঠছে প্রশ্ন?নিজের এক বছরের শিশুকন্যাকে খুন করে কুয়োতে ফেলে  দেওয়ার এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানা।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবারে।শুধু তাই নয়,খুনের দায় এড়াতে ছিনতাইকারীদের ঘাড়ে দোষ চাপালেন হত্যাকারী মা।এই ঘটনায় হতবাক পুলিশ প্রশাসন।

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় তাঁকে যাতে কেউ সন্দেহ না করে,সে কারণে তিনি হার ছিনতাইকারীদের একটা গল্প বানায়। পুলিশের কাছে ওই মহিলা প্রথমে দাবি করেন যে, কয়েক জন যুবক তাঁর হার ছিনতাইয়ের চেষ্টা করেন। সে সময়ই গর্তে পড়ে গিয়ে তাঁর শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

 

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

এই ঘটনার তদন্তে নেমে পুলিশের চক্ষু কপালে ওঠে।তারা জানতে পারেন হার ছিনতাইকারীর ঘটনা একেবারেই ভুয়ো।তারপর ওই মহিলাকে আটক করে পুলিশ।ঘণ্টা খানেক জেরা করার পর সব ঘটনার খোলসা করেন তিনি।

 

জানা গিয়েছে,ওই মহিলার স্বামীর একটি সেলুনের দোকান আছে।পারিবারিক ও আর্থিক অবস্থা খুব শোচনীয়।শিশুকন্যাও বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিল।এমনকি মহিলার আর এক পুত্র সন্তানও রয়েছে, সেও অসুস্থ ছিল।এমত অবস্থায় কি করবে না করবে কিছুই ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না এই মা।এই অবস্থায় সংসার সামলে কী ভাবে চিকিৎসার খরচ বহন করবেন তাঁরা, এই ভাবনা থেকেই শিশুকন্যাকে ওই মহিলা খুন করেন বলে পুলিশ সূত্রে খবর।আপাতত পুলিশ হেফাজতে রয়েছে ওই মহিলা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 কুয়োতে ফেলে খুন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকন্যাকে, গ্রেফতার মা   

আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ একদিকে অভাবের সংসার অন্যদিকে দু’ই সন্তানই বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় কি এরকম নৃশংস কাণ্ড ঘটালেন মা উঠছে প্রশ্ন?নিজের এক বছরের শিশুকন্যাকে খুন করে কুয়োতে ফেলে  দেওয়ার এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানা।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবারে।শুধু তাই নয়,খুনের দায় এড়াতে ছিনতাইকারীদের ঘাড়ে দোষ চাপালেন হত্যাকারী মা।এই ঘটনায় হতবাক পুলিশ প্রশাসন।

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় তাঁকে যাতে কেউ সন্দেহ না করে,সে কারণে তিনি হার ছিনতাইকারীদের একটা গল্প বানায়। পুলিশের কাছে ওই মহিলা প্রথমে দাবি করেন যে, কয়েক জন যুবক তাঁর হার ছিনতাইয়ের চেষ্টা করেন। সে সময়ই গর্তে পড়ে গিয়ে তাঁর শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

 

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

এই ঘটনার তদন্তে নেমে পুলিশের চক্ষু কপালে ওঠে।তারা জানতে পারেন হার ছিনতাইকারীর ঘটনা একেবারেই ভুয়ো।তারপর ওই মহিলাকে আটক করে পুলিশ।ঘণ্টা খানেক জেরা করার পর সব ঘটনার খোলসা করেন তিনি।

 

জানা গিয়েছে,ওই মহিলার স্বামীর একটি সেলুনের দোকান আছে।পারিবারিক ও আর্থিক অবস্থা খুব শোচনীয়।শিশুকন্যাও বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিল।এমনকি মহিলার আর এক পুত্র সন্তানও রয়েছে, সেও অসুস্থ ছিল।এমত অবস্থায় কি করবে না করবে কিছুই ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না এই মা।এই অবস্থায় সংসার সামলে কী ভাবে চিকিৎসার খরচ বহন করবেন তাঁরা, এই ভাবনা থেকেই শিশুকন্যাকে ওই মহিলা খুন করেন বলে পুলিশ সূত্রে খবর।আপাতত পুলিশ হেফাজতে রয়েছে ওই মহিলা।