১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
কেন্দ্রের জবাব তলব কেরল হাইকোর্টের 

“Mother Mary Comes to Me”, কভার পেজ নিয়ে বিপাকে লেখিকা অরুন্ধতী রায়

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
  • / 258

পুবের কলম, ওয়েব ডেস্ক: ‘মাদার মেরি কামস টু মি’ (Mother Mary Comes to Me)- বই কে কেন্দ্র করে ফের একবার বিপাকে অরুন্ধতী রায়। এবার বইটির ‘কভার পেজ’ – এ স্মোকিং প্রচার করার জন্য লেখিকার বিরুদ্ধে

দায়ের জনস্বার্থ মামলা। শুধু তাই নয়, কোনও রকম স্বাস্থ্য সতর্কতা ছাড়াই ধূমপান বিষয়টিকে গ্লোরিফাই করার জন্য বইটি বিক্রির আবেদন জানায় মামলাদায়েরকারী আইনজীবী।

আরও পড়ুন: J&K Govt’s: ২৫ বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ কাশ্মীরে, মামলা নিল না Supreme Court

কোচি-ভিত্তিক আইনজীবী রাজাসিমহানের দায়ের করা জনস্বার্থ মামলায় যুক্তি দিয়ে বলেছেন, কভার পেজে ধূমপানের মত জীবননাশক বিষয়টিকে আকর্ষণীয় করে তুলেছে লেখিকা। যেটা সমাজকে, বিশেষ করে তরুণী ও মেয়েদের কাছে “ক্ষতিকারক বার্তা” পাঠাচ্ছে। একজন বিশিষ্ট লেখিকা হয়েও এমন উপস্থাপনা একেবারে অগ্রহণযোগ্য।

 

আবেদনকারী আরও যুক্তি দেন যে, প্রচ্ছদের ছবিটি সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য (বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং ব্যবসা ও বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ) আইন, ২০০৩ লঙ্ঘন করে, যা তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় বিজ্ঞাপন নিষিদ্ধ করে, যদি না তার সাথে আইনগত স্বাস্থ্য সতর্কতা থাকে। সতর্কতা ছাড়া ছবিটি প্রদর্শন (Mother Mary Comes to Me) করা ধূমপান এবং তামাকজাত দ্রব্যের পরোক্ষ প্রচারের শামিল।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি নিতিন জামদার এবং বিচারপতি বসন্ত বালাজির বেঞ্চে বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্র সরকারের জবাব চেয়েছে বেঞ্চ। এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য কোনও সংস্থা বা ব্যবস্থা আছে কিনা তা আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বইয়ের শেষ পেজে স্মোকিং নিষিদ্ধিকরণের একটি সতর্কবার্তা রয়েছে বলে খবর। তারপরেও বইটিকে কেন্দ্র করে আইনজীবী বিতর্ক করতে চাইছেন বলে অভিযোগ। মামলার পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রের জবাব তলব কেরল হাইকোর্টের 

“Mother Mary Comes to Me”, কভার পেজ নিয়ে বিপাকে লেখিকা অরুন্ধতী রায়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ‘মাদার মেরি কামস টু মি’ (Mother Mary Comes to Me)- বই কে কেন্দ্র করে ফের একবার বিপাকে অরুন্ধতী রায়। এবার বইটির ‘কভার পেজ’ – এ স্মোকিং প্রচার করার জন্য লেখিকার বিরুদ্ধে

দায়ের জনস্বার্থ মামলা। শুধু তাই নয়, কোনও রকম স্বাস্থ্য সতর্কতা ছাড়াই ধূমপান বিষয়টিকে গ্লোরিফাই করার জন্য বইটি বিক্রির আবেদন জানায় মামলাদায়েরকারী আইনজীবী।

আরও পড়ুন: J&K Govt’s: ২৫ বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ কাশ্মীরে, মামলা নিল না Supreme Court

কোচি-ভিত্তিক আইনজীবী রাজাসিমহানের দায়ের করা জনস্বার্থ মামলায় যুক্তি দিয়ে বলেছেন, কভার পেজে ধূমপানের মত জীবননাশক বিষয়টিকে আকর্ষণীয় করে তুলেছে লেখিকা। যেটা সমাজকে, বিশেষ করে তরুণী ও মেয়েদের কাছে “ক্ষতিকারক বার্তা” পাঠাচ্ছে। একজন বিশিষ্ট লেখিকা হয়েও এমন উপস্থাপনা একেবারে অগ্রহণযোগ্য।

 

আবেদনকারী আরও যুক্তি দেন যে, প্রচ্ছদের ছবিটি সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য (বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং ব্যবসা ও বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ) আইন, ২০০৩ লঙ্ঘন করে, যা তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় বিজ্ঞাপন নিষিদ্ধ করে, যদি না তার সাথে আইনগত স্বাস্থ্য সতর্কতা থাকে। সতর্কতা ছাড়া ছবিটি প্রদর্শন (Mother Mary Comes to Me) করা ধূমপান এবং তামাকজাত দ্রব্যের পরোক্ষ প্রচারের শামিল।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি নিতিন জামদার এবং বিচারপতি বসন্ত বালাজির বেঞ্চে বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্র সরকারের জবাব চেয়েছে বেঞ্চ। এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য কোনও সংস্থা বা ব্যবস্থা আছে কিনা তা আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বইয়ের শেষ পেজে স্মোকিং নিষিদ্ধিকরণের একটি সতর্কবার্তা রয়েছে বলে খবর। তারপরেও বইটিকে কেন্দ্র করে আইনজীবী বিতর্ক করতে চাইছেন বলে অভিযোগ। মামলার পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর।