মায়ের মোবাইল ফেটে মৃত্যু শিশুর, শোকের ছায়া এলাকায়

- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্ক: মায়ের মোবাইল ফেটে মৃত্যু হল আট মাসের এক শিশুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলায়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘরের একটি সুইচবোর্ডে ওই শিশুটির মা মোবাইল চার্জে বসিয়ে শিশুটির পাশে রেখে অন্য ঘরে রেখে গিয়েছিলেন। আর তারপরেই ঘটে দুর্ঘটনা।মাস কয়েক মাস আগে কেনা কি-প্যাড ফোনটি চার্জে বসানোর সঙ্গে সঙ্গে প্রচন্ড আওয়াজ করে ফেটে যায়।
আওয়াজ শুনেই ঘরে থাকা ওই দম্পত্তির বড় মেয়ে নন্দিনী কেঁদে উঠে। তার আওয়াজেই ছুটে আসে ওই দম্পতি।এসে দেখে তাদের ৮ মাসের শিশু কন্যা নেহা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি করে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে,শেষ রক্ষা হয়নি তার। চিকিৎসকরা নেহাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম নেহা কাশ্যপ,তার বাবা সুনীল কুমার কাশ্যপ শ্রমিকের কাজ করেন এবং মা কুসুম কাশ্যপ বাড়িতেই থাকেন। মোবাইলটি চার্জ দেওয়ার পর তিনি অন্য ঘরে গেলে দুর্ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি।মূলত তাদের গাফিলতিতে মৃত্যু হয়েছে ৮ মাসের নেহার।
এদিন পুলিশ আরো জানিয়েছে, যে বাড়িতে তারা থাকেন সেটি পুরোপুরি তৈরি হয়নি। সোলার এবং বড় ব্যাটারির প্লেট দিয়ে ঘরের আলো জ্বালা থেকে মোবাইল চার্জ করতেন সবাই। এর ফলেই এমন দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছে কাশ্যপ পরিবার ও স্থানীয় বাসিন্দারা।