১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলন জারি, চাকরিতে যোগ দিলেন সাক্ষী-বজরং-বিনেশরা

পুবের কলম,ওয়েবডেস্ক: কুস্তিগিরদের প্রতিবাদী আন্দোলন দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল।  এ হেন পরিস্থিতিতে আন্দোলন থেকে সরে এসেছে সাক্ষী মালিক! এই খবরটা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের দুইদিন পরেই আচমকা গুজব ছড়িয়ে পড়ে, সাক্ষী আন্দোলন থেকে সরে এসেছেন।

সূত্রের খবর, ৩১ মে রেলের চাকরিতে যোগ দিয়েছেন সাক্ষী। কাজে যোগ দিয়েছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগটও। তবে আন্দোলন থেকে তাঁরা কেউই সরে আসেননি।

আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক ল’বোর্ডের

আন্দোলন থেকে সরে আসার গুঞ্জন ঘিরে সাক্ষী বলেন, ‘আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনও প্রশ্নই নেই। চাকরিতে যোগ দেওয়া মানে আন্দোলন থেকে সরে দাঁড়ানো নয়। ন্যায়ের লড়াইয়ে কখনও পিছু হঠিনি, ভবিষ্যতেও হঠব না। সত্যাগ্রহের পাশাপাশি রেলেও নিজের দায়িত্ব পালন করছি। যতদিন না সুবিচার পাচ্ছি, আমাদের আন্দোলন চলবে।’

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির  দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন দেশের প্রথমসারির কুস্তিগিররা।  সেই আন্দোলনের অন্যতম মুখ সাক্ষী, বিনেশ, বজরং। কুস্তিগিরদের উপর  পুলিশি অত্যাচারের পরেরদিনই হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাতে গিয়েছিলেন তাঁরা। পদক বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছিল তাঁদের। কেন্দ্রকে ৫দিন সময়সীমা দেওয়ার পরেই শনিবার দিল্লিতে অমিত শাহের বাড়িতে বৈঠকে বসেন প্রতিবাদী কুস্তিগিররা। যা চলে গভীর রাত পর্যন্ত।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আন্দোলন জারি, চাকরিতে যোগ দিলেন সাক্ষী-বজরং-বিনেশরা

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কুস্তিগিরদের প্রতিবাদী আন্দোলন দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল।  এ হেন পরিস্থিতিতে আন্দোলন থেকে সরে এসেছে সাক্ষী মালিক! এই খবরটা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের দুইদিন পরেই আচমকা গুজব ছড়িয়ে পড়ে, সাক্ষী আন্দোলন থেকে সরে এসেছেন।

সূত্রের খবর, ৩১ মে রেলের চাকরিতে যোগ দিয়েছেন সাক্ষী। কাজে যোগ দিয়েছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগটও। তবে আন্দোলন থেকে তাঁরা কেউই সরে আসেননি।

আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক ল’বোর্ডের

আন্দোলন থেকে সরে আসার গুঞ্জন ঘিরে সাক্ষী বলেন, ‘আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনও প্রশ্নই নেই। চাকরিতে যোগ দেওয়া মানে আন্দোলন থেকে সরে দাঁড়ানো নয়। ন্যায়ের লড়াইয়ে কখনও পিছু হঠিনি, ভবিষ্যতেও হঠব না। সত্যাগ্রহের পাশাপাশি রেলেও নিজের দায়িত্ব পালন করছি। যতদিন না সুবিচার পাচ্ছি, আমাদের আন্দোলন চলবে।’

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির  দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন দেশের প্রথমসারির কুস্তিগিররা।  সেই আন্দোলনের অন্যতম মুখ সাক্ষী, বিনেশ, বজরং। কুস্তিগিরদের উপর  পুলিশি অত্যাচারের পরেরদিনই হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাতে গিয়েছিলেন তাঁরা। পদক বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছিল তাঁদের। কেন্দ্রকে ৫দিন সময়সীমা দেওয়ার পরেই শনিবার দিল্লিতে অমিত শাহের বাড়িতে বৈঠকে বসেন প্রতিবাদী কুস্তিগিররা। যা চলে গভীর রাত পর্যন্ত।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ