০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্ত আসরের আয়োজন ‘শতবর্ষে বিদ্রোহী’

নিজস্ব প্রতিবেদন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার শতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ওয়াহিদুল হক মিলনায়নে  মুক্ত আসরের আয়োজন করে শতবর্ষে ‘বিদ্রোহী’।

মুক্ত আসরের আয়োজন ‘শতবর্ষে বিদ্রোহী’

অনুষ্ঠানে মমবাতি জ্বালিয়ে শুভ সূচনা করা হয়।  কবির নাতনি ও সংগীতশিল্পী খিলখিল কাজী ভি‌ড়িও বার্তা অংশ নেন।  তি‌নি ব‌লেন, ‘বিদ্রোহী’কবিতার শতবর্ষে সম্পর্কে বলেন, ‘ বিদ্রোহী কবিতাটি বাবার কাছে শুনে শুনে বড় হয়েছি। বিদ্রোহী কবিতা বাংলা যুব মানুষকে অনুপ্রাণিত করেছে, বিপ্লবীদের ভাষা দিয়েছি, রাজনীতি সামাজিক চেতনাকে জাগ্রত করে। যুবক সমাজকে মাথা উচু করে দাঁড়াবার সাহস জুগিয়েছে। এই কবিতায় বাংলা ভাষা মানুষ নতুন এক কণ্ঠস্বর ও বাণী শুনেছি। জনমন এত আলোড়িত হয়েছিল যে, বিমূগ্ধ পাঠকবরা কবির নামে কবিতার নাম যুক্ত করে অভিনন্দন জানায়। কাজী নজরুল ইসলাম পরিচিতি পান বিদ্রোহী হিসেবে। সেই থেকে আজ পর্যন্ত সারা ভারতবর্ষে ও দুই বাংলাতে বিদ্রোহী কবি হিসেবে তিনি সম্মানিত। বিদ্রোহী কবিতা মানুষের মনে সদাই জাগ্রত থাকবে’।

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে আলোচনা করেন মুক্ত আসরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএসএ মনসুর আহমেদ,  মাহফুজা হক ও সহসভাপতি আলোকচিত্রী ও গবেষক সাহাদাত পারভেজ, আশফাকুজ্জামান প্রমুখ।

‘বিদ্রোহী’কবিতাটি আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার রফিকুল ইসলাম। সংগীত পরিবেশন করেন নজরুলসংগীত শিল্পী শাহিনা আক্তার পাপিয়া। অনু্ষ্ঠানটি উপস্থাপনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।

অনুষ্ঠানে মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ্ বলেন, ‘মুক্ত আসর নানা রকমের কর্মকাণ্ডের মধ্যে অন্যতম উদ্যোগ ‘আমিই নজরুল’। এই উদ্যোগের মাধ্যমে আমরা জাতীয় কবির চিন্তা, চেতনা ও তাঁর আদর্শ তরুণদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। অনলাইনে নজরুল নিয়ে নানা বিষয় আয়োজনের মধ্যে অন্যতম ‘আমিই নজরুল’ আলোচনা অনুষ্ঠান, নজরুলসারথী ও আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০২১। এর ধারাবাহিতায় নজরুলের বিদ্রোহী কবিতার প্রকাশের ১০০ বছর পূর্তি উপলক্ষে ‘শতবর্ষে বিদ্রোহী’অনুষ্ঠানের আয়োজন করা। নজরুলে  ‘বিদ্রোহী’ কবিতাটি এখনও অনেক বেশি প্রাসঙ্গিক।’

অনুষ্ঠানে শেষে মুক্ত আসরের ২০২২–২৩ সালের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের।  মুক্ত আসরের এই আয়োজনের সঙ্গে যুক্ত স্বপ্ন ’৭১ প্রকাশন ও ‘আমিই নজরুল’।

সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুক্ত আসরের আয়োজন ‘শতবর্ষে বিদ্রোহী’

আপডেট : ৯ জানুয়ারী ২০২২, রবিবার

নিজস্ব প্রতিবেদন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার শতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ওয়াহিদুল হক মিলনায়নে  মুক্ত আসরের আয়োজন করে শতবর্ষে ‘বিদ্রোহী’।

মুক্ত আসরের আয়োজন ‘শতবর্ষে বিদ্রোহী’

অনুষ্ঠানে মমবাতি জ্বালিয়ে শুভ সূচনা করা হয়।  কবির নাতনি ও সংগীতশিল্পী খিলখিল কাজী ভি‌ড়িও বার্তা অংশ নেন।  তি‌নি ব‌লেন, ‘বিদ্রোহী’কবিতার শতবর্ষে সম্পর্কে বলেন, ‘ বিদ্রোহী কবিতাটি বাবার কাছে শুনে শুনে বড় হয়েছি। বিদ্রোহী কবিতা বাংলা যুব মানুষকে অনুপ্রাণিত করেছে, বিপ্লবীদের ভাষা দিয়েছি, রাজনীতি সামাজিক চেতনাকে জাগ্রত করে। যুবক সমাজকে মাথা উচু করে দাঁড়াবার সাহস জুগিয়েছে। এই কবিতায় বাংলা ভাষা মানুষ নতুন এক কণ্ঠস্বর ও বাণী শুনেছি। জনমন এত আলোড়িত হয়েছিল যে, বিমূগ্ধ পাঠকবরা কবির নামে কবিতার নাম যুক্ত করে অভিনন্দন জানায়। কাজী নজরুল ইসলাম পরিচিতি পান বিদ্রোহী হিসেবে। সেই থেকে আজ পর্যন্ত সারা ভারতবর্ষে ও দুই বাংলাতে বিদ্রোহী কবি হিসেবে তিনি সম্মানিত। বিদ্রোহী কবিতা মানুষের মনে সদাই জাগ্রত থাকবে’।

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে আলোচনা করেন মুক্ত আসরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএসএ মনসুর আহমেদ,  মাহফুজা হক ও সহসভাপতি আলোকচিত্রী ও গবেষক সাহাদাত পারভেজ, আশফাকুজ্জামান প্রমুখ।

‘বিদ্রোহী’কবিতাটি আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার রফিকুল ইসলাম। সংগীত পরিবেশন করেন নজরুলসংগীত শিল্পী শাহিনা আক্তার পাপিয়া। অনু্ষ্ঠানটি উপস্থাপনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।

অনুষ্ঠানে মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ্ বলেন, ‘মুক্ত আসর নানা রকমের কর্মকাণ্ডের মধ্যে অন্যতম উদ্যোগ ‘আমিই নজরুল’। এই উদ্যোগের মাধ্যমে আমরা জাতীয় কবির চিন্তা, চেতনা ও তাঁর আদর্শ তরুণদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। অনলাইনে নজরুল নিয়ে নানা বিষয় আয়োজনের মধ্যে অন্যতম ‘আমিই নজরুল’ আলোচনা অনুষ্ঠান, নজরুলসারথী ও আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০২১। এর ধারাবাহিতায় নজরুলের বিদ্রোহী কবিতার প্রকাশের ১০০ বছর পূর্তি উপলক্ষে ‘শতবর্ষে বিদ্রোহী’অনুষ্ঠানের আয়োজন করা। নজরুলে  ‘বিদ্রোহী’ কবিতাটি এখনও অনেক বেশি প্রাসঙ্গিক।’

অনুষ্ঠানে শেষে মুক্ত আসরের ২০২২–২৩ সালের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের।  মুক্ত আসরের এই আয়োজনের সঙ্গে যুক্ত স্বপ্ন ’৭১ প্রকাশন ও ‘আমিই নজরুল’।