০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্থর বয়ানে একাধিক অসঙ্গতি, তার পরেই গ্রেফতার, জানালো ইডি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুলাই ২০২২, শনিবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক:  জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি, দাবি ইডির আদিকারিদের। আজ সকালেই আটক করা হয়েছে পার্থর আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে। রাত ২টো পর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।

মন্ত্রীর পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তার বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি উচ্চ শিক্ষা দফতরের লোগো লাগানো খাম।

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

অর্পিতার ফ্ল্যাটে আসছেন ব্যাঙ্কের আধিকারিকরা। আসছে টাকা গোনার মেশিন। ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে  এসএসসির অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে। খামের মধ্যে সেই অ্যাডমিট কার্ডগুলি ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

সূত্রের খবর, বোলপুরেও পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট মিলিয়ে এখনও সাতটি বাসস্থানের খোঁজ মিলেছে। বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক,  ফুলডাঙা, গোয়ালপাড়া মিলিয়ে সাতটি  বাড়ির খোঁজ মিলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেখানেও একাধিকবার  পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় গিয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই কি তৈরি হচ্ছে পাসপোর্ট, সিইও-র কাছে তথ্য চাইল ইডি

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্থর বয়ানে একাধিক অসঙ্গতি, তার পরেই গ্রেফতার, জানালো ইডি

আপডেট : ২৩ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি, দাবি ইডির আদিকারিদের। আজ সকালেই আটক করা হয়েছে পার্থর আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে। রাত ২টো পর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।

মন্ত্রীর পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তার বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি উচ্চ শিক্ষা দফতরের লোগো লাগানো খাম।

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

অর্পিতার ফ্ল্যাটে আসছেন ব্যাঙ্কের আধিকারিকরা। আসছে টাকা গোনার মেশিন। ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে  এসএসসির অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে। খামের মধ্যে সেই অ্যাডমিট কার্ডগুলি ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

সূত্রের খবর, বোলপুরেও পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট মিলিয়ে এখনও সাতটি বাসস্থানের খোঁজ মিলেছে। বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক,  ফুলডাঙা, গোয়ালপাড়া মিলিয়ে সাতটি  বাড়ির খোঁজ মিলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেখানেও একাধিকবার  পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় গিয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই কি তৈরি হচ্ছে পাসপোর্ট, সিইও-র কাছে তথ্য চাইল ইডি