খুন করে মাথা কেটে ফুটবলের মতো ফেলে দিল দুষ্কৃতীরা, হাড়হিম করা ঘটনা মহারাষ্ট্রে

- আপডেট : ৯ নভেম্বর ২০২২, বুধবার
- / 15
পুবের কলম, ওয়েবডেস্ক : হাড়হিম করা নৃশংস খুনের সাক্ষী থাকল মহারাষ্ট্রের চন্দ্রপুর। আক্রোশের জেরে ঘটল শিরচ্ছেদের ঘটনা। সোমবার রাতে এক ৩৫ বছর বয়সী যুবকের উপর চড়াও হয় চারজন। প্রথমে পিটিয়ে খুন, পরে ধারালো অস্ত্র দিয়ে তার ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া হল।
নৃশংস ঘটনার পর, মৃতের দেহ এক লাথি মেরে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্তরা। নিহত মহেশ মেশরাম একজন প্যারোলে মুক্তি পাওয়া আসামী ছিল বলে জানা গেছে। মহেশের নামে ২০টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
রাত ১১টায় ঘটনাটি ঘটেছে চন্দ্রপুরের দুর্গাপুর থানা থেকে মাত্র আধ কিলোমিটার দূরে। চার অভিযুক্ত প্রথমে মহেশকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে। এর পরেই মহেশের মেশরামের শিরচ্ছেদ করে, তার মাথা ফুটবলের মতো লাথি মেরে ফেলে দেয় অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, মহেশের বিরুদ্ধে ২০টি বিভিন্ন মামলা রয়েছে । ঘটনার সময় প্যারোলে ছিল সে।
চন্দ্রপুরের পুলিশ সুপার রবীন্দ্র সিং পরদেশী জানিয়েছেন, ঘটনার নৃশংসতা দেখে প্রাথমিক তদন্তে অনুমান পুরনো কোনও শত্রুতার জেরে খুন করা হয়েছে মহেশকে। কারণ প্রথমে পিটিয়ে খুন করে ধারালো অস্ত্র দিয়ে মুণ্ডুচ্ছেদ। খুনের মধ্যে দিয়ে আক্রোশ প্রকাশ পেয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে। ঘ ঘটনার তদন্ত শুরু হয়েছে।