০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চুরির অভিযোগে মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে খুন : মধ্যপ্রদেশ

ইমামা খাতুন
  • আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 18

পুবের কলম,ওয়েবডেস্ক: অজ্ঞান না হওয়া পর্যন্ত নির্মমভাবে মারধর করা  হল শেখ ফিরোজকে। পুলিশের মতে, শুধু মারধর নয়, তাঁর গোটা শরীরে আঘাতও করা হয়েছে ধারালো ছুরি দিয়ে। বেদম মারধর করার পর কোনও সাড়াশধ না পেয়ে রবিবার ফিরোজের দেহ ছুড়ে ফেলা হয় ড্রেনের ধারে। চোর সন্দেহে, মধ্যপ্রদেশের খান্ডোয়া-র ছাইগাঁও দেবী গ্রামে এভাবেই  নির্মমভাবে হত্যা করা হয় ফিরোজকে। সম্প্রতি মধ্যপ্রদেশে মুসলমানদের বিরুদ্ধে এই ধরণের হত্যার ঘটনা বাড়ছে বলে অভিযোগ।

ফিরোজকে ড্রেনের ধার থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ফিরোজের পরিবারের দাবি, সুরগাঁও গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ছত্তার প্যাটেল ও তার লোকজন মিলে হত্যা করেছে তাঁকে। তারা এও দাবি করেন যে, ফিরোজ মুসলমান বলেই তাঁকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। সুবিচারের দাবি জানিয়েছেন ফিরোজের মা। তিনি স্পষ্ট করে বলেছেন, হামলাকারীদের খুঁজে না পাওয়া পর্যন্ত, তিনি ছেলেকে দাফন করবেন না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চুরির অভিযোগে মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে খুন : মধ্যপ্রদেশ

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: অজ্ঞান না হওয়া পর্যন্ত নির্মমভাবে মারধর করা  হল শেখ ফিরোজকে। পুলিশের মতে, শুধু মারধর নয়, তাঁর গোটা শরীরে আঘাতও করা হয়েছে ধারালো ছুরি দিয়ে। বেদম মারধর করার পর কোনও সাড়াশধ না পেয়ে রবিবার ফিরোজের দেহ ছুড়ে ফেলা হয় ড্রেনের ধারে। চোর সন্দেহে, মধ্যপ্রদেশের খান্ডোয়া-র ছাইগাঁও দেবী গ্রামে এভাবেই  নির্মমভাবে হত্যা করা হয় ফিরোজকে। সম্প্রতি মধ্যপ্রদেশে মুসলমানদের বিরুদ্ধে এই ধরণের হত্যার ঘটনা বাড়ছে বলে অভিযোগ।

ফিরোজকে ড্রেনের ধার থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ফিরোজের পরিবারের দাবি, সুরগাঁও গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ছত্তার প্যাটেল ও তার লোকজন মিলে হত্যা করেছে তাঁকে। তারা এও দাবি করেন যে, ফিরোজ মুসলমান বলেই তাঁকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। সুবিচারের দাবি জানিয়েছেন ফিরোজের মা। তিনি স্পষ্ট করে বলেছেন, হামলাকারীদের খুঁজে না পাওয়া পর্যন্ত, তিনি ছেলেকে দাফন করবেন না।