‘মুসলমানরা শুধু তাদের ভোটব্যাঙ্ক’: মহাজোটকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের
- আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 122
পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী ও এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান আসন্ন বিহার বিধানসভা ভোটে মহাজোটের নেতৃত্বের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, জোট মুসলিমদের কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে, অথচ নেতৃত্বে তাদের উপেক্ষা করা হয়েছে।
তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই এই সমালোচনা শুরু হয়েছে। শীর্ষ পদে কোনও মুসলিম নেতার নাম না থাকায় এআইএমআইএম-সহ বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার পাটনায় সাংবাদিকদের চিরাগ পাসোয়ান বলেন, “২০০৫ সালে আমার বাবা রামবিলাস পাসওয়ান আরজেডিকে পরামর্শ দিয়েছিলেন একজন মুসলিমকে মুখ্যমন্ত্রী করতে। কিন্তু তারা তা করেনি। তাদের কাছে মুসলমানরা শুধু ভোটব্যাঙ্ক। মুখে অন্তর্ভুক্তির কথা বললেও কাজে তার উল্টো।”
চিরাগ আরও বলেন, তাঁর দল জনগণের কল্যাণমূলক নীতিতে বিশ্বাসী, যা জাতি বা ধর্ম নয়, বরং সকল নাগরিকের উন্নয়নের জন্য। মহাজোটের সমালোচনা করে তিনি বলেন, “তাদের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই।”




















































