গিলের সঙ্গে আমার সম্পর্ক দারুণ: সিরাজ
- আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
 - / 248
 
পুবের কলম প্রতিবেদক : জাতীয় দলের অধিনায়ক শুভমন গিলের সঙ্গে তার সম্পর্ক দুর্দান্ত। জানালেন ভারতীয় স্পিড স্টার মুহাম্মদ সিরাজ। মাঠে শুধু নয়, মাঠের বাইরেও ভারত ক্যাপ্টেনের সঙ্গে তার নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটের নয়া হায়দরাবাদী নিজাম সিরাজ জানালেন, ‘ শুভমান ও আমি দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেট দলে রয়েছি।
মেলবোর্নে আমরা দুজনেই টেস্ট অভিষেক করেছিলাম। একই সময়ে আমরা দুজনেই দুটি বিভাগে একই সঙ্গে আইসিসি এর সেরা হয়েছি।’ গিলের সঙ্গে অনেক স্মৃতির উল্লেখ করলেন সিরাজ। জানালেন, ‘ গিল গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন। ওর ক্যাপ্টেন্সিতেও আমি গুজরাটে খেলেছি। তাই গিলের সম্পর্কে আমার থেকে ভালো আর কে জানে তা জানি না। আমি ওকে বল করেছি, একই সঙ্গে নেটে ব্যাটও করেছি গিলের সঙ্গে। ওর সঙ্গে জীবনের অনেক ব্যক্তিগত বিষয় শেয়ার করতে পারি। আমাদের বোঝাপড়া দুর্দান্ত।’
সিরাজকে বোঝেন গিল। তা এই হায়দরাবাদী পেসার নিজেই স্বীকার করলেন। সিরাজ বললেন, ‘আমি ওকে মাঝেমধ্যেই বলি, তুমি হলে আমার যার বিশেষ ইয়ার।’ ইংল্যান্ডে গিয়ে সদ্য ক্যাপ্টেন হয়ে সিরিজ ড্র করে আসা মোটেও সহজ কাজ ছিল না গিলের কাছে। সেই প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে সিরাজ বলেন,’ ক্যাপ্টেন হিসেবে গিল যেভাবে উন্নতি করেছে সেটা সত্যিই চোখে দেখার মত। ওর এই উন্নতিতে আমি খুব গর্বিত। ওর হাত ধরে ট্রফি ফিরুক এটাই আমি চাই।’
গিলকে নিয়ে বলতে গিয়ে সিরাজ জানালেন, ‘ সব ধরনের ফরম্যাটে গিলের টেকনিক দেখার মত। নিজের টেকনিকেই ও নিজেকে উন্নত করেছে।’ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে গিল ভারতীয় দলে থাকলেও সিরাজ নেই এই দলে। কিন্তু তা নিয়ে সিরাজের কোনও সমস্যা নেই। বরং এশিয়া কাপে ভারতীয় দলের সহ অধিনায়কের সাফল্য কামনা করছেন মুহাম্মদ সিরাজ।
																			
																		



























