কুলতলিতে এক কিশোরের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

- আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 30
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : এবার কুলতলিতে এক কিশোরের রহস্যজনক মৃত্যু,এলাকায় চাঞ্চল্য।দু’দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো এক কিশোরের ঝুলন্ত দেহ।আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কুন্দখালি গ্রামে।
মৃত কিশোরের বয়স মাত্র ১৬ বছর।স্থানীয় সূত্রে জানা যায়,গ্রামের এক ফাঁকা বাড়ির ভিতর থেকে তার দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ওই বাড়িতে কেউ থাকত না। বুধবার সকালে এক প্রতিবেশী কিশোরের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার করে উঠলে এলাকাবাসী ছুটে আসে।খবর দেওয়া হয় তার পরিবারকে।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে জয়নগর কুলতলি ব্লক গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।বৃহস্পতিবার দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।এটি আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আর এই তরুণের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়।পরিবার ও স্থানীয়দের দাবি, ঐ কিশোরটির কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না।তাহলে এমন পরিণতি কেন—তা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তদন্তের স্বার্থে পুলিশ ওই ফাঁকা বাড়িটি কে ঘিরে রেখেছে।