৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নাড্ডা, ঘোষণা অমিত শাহের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 43

পুবের কলম, ওয়েবডেস্ক:  নাড্ডাতেই আস্থা রাখল গেরুয়া শিবির। প্রত্যাশামতোই বিজেপিতে নাড্ডার মেয়াদ আরও বাড়ানো হল। ২০২৪ এর জুন অবধি বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকছেন নাড্ডা। মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের কার্যকরী কমিটির সদস্যরা নাড্ডাকেই সমর্থন করেছেন।

২০২৩ সালে বিধানসভা ভোট। আর সেই নির্বাচন শেষ হতে না হতেই ২০২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে উঠবে। কর্মসমিতির বৈঠক শেষে শাহ বলেছেন, ‘আমরা আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২০১৯ এর থেকেও ভালো ফল করবে বিজেপি।’

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

অমিত শাহ আরও বলেন, ‘জেপি নাড্ডার নেতৃত্বে, বিহারে আমাদের সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল। এনডিএ মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, উত্তর প্রদেশে জিতেছে এবং পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা বেড়েছে। আমরা গুজরাতেও জয় পেয়েছি’।

আরও পড়ুন: পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি কি মহিলা! নাড্ডার উত্তরসূরির দৌড়ে তিন বিজেপি নেত্রী

চলতি মাসেই সভাপতি হিসাবে নাড্ডার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ বাড়ানো হল ২০২৪ সালের জুন মাস পর্যন্ত।
প্রসঙ্গত, নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জাতীয় সভাপতি নির্বাচিত হন ২০২০ সালে।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

প্রথম পর্যায়ে মেয়াদ শেষে অমিত শাহকে দ্বিতীয় দফায় বিজেপির সভাপতি পদে রেখে দেওয়া হয়। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি তার নেতৃত্বে লড়াই করে। সেই ভোটে গান্ধিনগর থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। ভোটে জেতার পর মোদি তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন। বিজেপির সভাপতির পদ ছাড়তে হয় শাহকে। সেই জায়গায় স্থলাভিষিক্ত হন নাড্ডা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নাড্ডা, ঘোষণা অমিত শাহের

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  নাড্ডাতেই আস্থা রাখল গেরুয়া শিবির। প্রত্যাশামতোই বিজেপিতে নাড্ডার মেয়াদ আরও বাড়ানো হল। ২০২৪ এর জুন অবধি বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকছেন নাড্ডা। মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের কার্যকরী কমিটির সদস্যরা নাড্ডাকেই সমর্থন করেছেন।

২০২৩ সালে বিধানসভা ভোট। আর সেই নির্বাচন শেষ হতে না হতেই ২০২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে উঠবে। কর্মসমিতির বৈঠক শেষে শাহ বলেছেন, ‘আমরা আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২০১৯ এর থেকেও ভালো ফল করবে বিজেপি।’

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

অমিত শাহ আরও বলেন, ‘জেপি নাড্ডার নেতৃত্বে, বিহারে আমাদের সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল। এনডিএ মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, উত্তর প্রদেশে জিতেছে এবং পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা বেড়েছে। আমরা গুজরাতেও জয় পেয়েছি’।

আরও পড়ুন: পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি কি মহিলা! নাড্ডার উত্তরসূরির দৌড়ে তিন বিজেপি নেত্রী

চলতি মাসেই সভাপতি হিসাবে নাড্ডার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ বাড়ানো হল ২০২৪ সালের জুন মাস পর্যন্ত।
প্রসঙ্গত, নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জাতীয় সভাপতি নির্বাচিত হন ২০২০ সালে।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

প্রথম পর্যায়ে মেয়াদ শেষে অমিত শাহকে দ্বিতীয় দফায় বিজেপির সভাপতি পদে রেখে দেওয়া হয়। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি তার নেতৃত্বে লড়াই করে। সেই ভোটে গান্ধিনগর থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। ভোটে জেতার পর মোদি তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন। বিজেপির সভাপতির পদ ছাড়তে হয় শাহকে। সেই জায়গায় স্থলাভিষিক্ত হন নাড্ডা।