২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
৪২ বছর পর সুব্রত কাপ জয়ী নাগাল্যান্ডের স্কুল
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার
- / 22
পুবের কলম প্রতিবেদক: ৬১ তম সুব্রত কাপ জিতল নাগাল্যান্ডের পিলগ্রিম হায়ার সেকেন্ডারি স্কুল কোভিড ও অন্যান্য কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল দেশের স্কুল ফুটবলের সেরা প্রতিযোগিতা সুব্রত কাপ। দীর্ঘদিন পরে সেই প্রতিযোগিতা ফের স্বমহিমায় চালু হওয়ার পর ডিমাপুরের স্কুলটিচ্যাম্পিয়ন হল। চণ্ডীগড়ের গভর্নমেন্ট মডেল হায়ার সেকেন্ডারি স্কুলকে ১-০ ফলে হারিয়ে ৪২ বছর পর নাগাল্যান্ডের মাটিতে দেশের সেরা স্কুল ফুটবল প্রতিযোগিতার ট্রফি নিয়ে যাচ্ছে ডিমাপুরের স্কুলটি।