পাকিস্তান নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টের অভিযোগে গ্রেফতার
৭০ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন নাজিবুল

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 149
পুবের কলম, গুয়াহাটি: পাকিস্তান নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য শেয়ার করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন নাজিবুল ইসলাম নামের এক মুসলিম যুবক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সামাজিক মাধ্যমে পাকিস্তান নিয়ে মতামত শেয়ার করেছিলেন ওই যুবক। দেশবিরোধী পোস্টের অভিযোগে নাজিবুলকে গ্রেফতার করে হিমন্ত পুলিশ। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন ওই যুবক। প্রসঙ্গত, এর আগেও এমন নানান অভিযোগে বহু মুসলিমকে গ্রেফতার করে অসম পুলিশ। একপ্রকাশ মুসলিমদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান শুরু করেছিল হিমন্ত পুলিশ।
মুসলিম যুবকের জামিনের আবেদন জানিয়ে গুয়াহাটি হাইকোর্টের দারস্থ হয়েছিলেন যুবকের পরিবার। এদিন সেই মামলার শুনানিতে নাজিবুল ইসলামের জামিন মঞ্জুর করে গুয়াহাটি হাইকোর্ট। বিচারপতি কল্যাণ রাই সুরানার বেঞ্চ বলেছে, ২০২৫ সালের ১ মে থেকে হেফাজতে ছিলেন ওই যুবক। প্রায় ৭০ দিন জেলবন্দি থেকেছেন তিনি। এই পর্যায়ে তাকে হেফাজতে নিয়ে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। এই মন্তব্যের পরই তার জামিন মঞ্জুর করেন বিচারপতি।
তাঁর জামিনের আবেদনকে চ্যালেঞ্জ করে এপিপি যুক্তি দিয়েছিল, যে অভিযুক্তের বিরুদ্ধে ১৫২, ১৯৬ (১), ১৯৭ (১), ৩৫২ এবং ৩৫৩(২) বিএনএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি এমন এক সময়ে পাকিস্তানের সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল, যখন গোটা দেশ সন্ত্রাসী হামলায় শোক পালন করছিল। আদালতে এপিপি যুক্তি দেয়, তাকে মুক্তি দেওয়ার ফলে তিনি আরও ভারত বিরোধী কার্যকলাপে জড়িত হতে পারেন। যদিও এই সমস্ত যুক্তি আদালতের ধোপে টেকেনি। অবশেষে যুবককে জামিন দেয় আদালত।
সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে, যে কোনও ঘটনার উল্লেখ না করে বা ভারতের নাম উল্লেখ না করে কেবল পাকিস্তানকে সমর্থন প্রদর্শন করা, প্রাথমিকভাবে ১৫২ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস)অধীনে অপরাধ বলে গণ্য হবে না।