পঞ্চায়েত ভোটের আবহে নন্দীগ্রামের আইসি বদল

- আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: শিয়রে পঞ্চায়েত ভোট। এবছর এক দফাতেই এই ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই রাজনৈতিক সংঘর্ষে প্রাণ খোয়া গিয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে এবার সরানো হতে পারে নন্দীগ্রামের আইসি সুমন রায়চৌধুরীকে। । এমনটাই সূত্র মারফৎ জানা গেছে। নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুমন রায়চৌধুরী। আপাতত নন্দীগ্রাম থানার দায়িত্বে থাকবেন ডিএসপি মমিনুল হক। কি কারণে এই বদলি তা এখনও স্পষ্ট নয়।
রাজ্য প্রশাসন সূত্র খবর, ২০২২ সালের মার্চে আইসির দায়িত্ব নেন সুমন রায়চৌধুরী। তাঁর আগে আইসি হিসেবে দায়িত্বে ছিলেন তুহিন বিশ্বাস। সেই আইসির বিরুদ্ধেও বিরোধী শিবিরের, বিশেষ করে বিজেপির বিস্তর অভিযোগ ছিল। সেইরকম এক আবহেই তুহিন বিশ্বাসকে বদলি করে সুমন রায়চৌধুরীকে দায়িত্বে বসানো হয়েছিল।