০৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চায়েত ভোটের আবহে নন্দীগ্রামের আইসি বদল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 14

পুবের কলম, ওয়েবডেস্ক:  শিয়রে পঞ্চায়েত ভোট। এবছর এক দফাতেই এই ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই রাজনৈতিক সংঘর্ষে প্রাণ খোয়া গিয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে এবার সরানো হতে পারে  নন্দীগ্রামের আইসি সুমন রায়চৌধুরীকে। । এমনটাই সূত্র মারফৎ জানা গেছে।  নন্দীগ্রাম  থানার আইসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুমন রায়চৌধুরী। আপাতত নন্দীগ্রাম থানার দায়িত্বে থাকবেন ডিএসপি মমিনুল হক। কি কারণে এই বদলি তা এখনও স্পষ্ট নয়।

রাজ্য প্রশাসন সূত্র খবর, ২০২২ সালের মার্চে আইসির দায়িত্ব নেন সুমন রায়চৌধুরী।  তাঁর আগে আইসি হিসেবে দায়িত্বে ছিলেন তুহিন বিশ্বাস। সেই আইসির বিরুদ্ধেও বিরোধী শিবিরের, বিশেষ করে বিজেপির বিস্তর অভিযোগ ছিল। সেইরকম এক আবহেই তুহিন বিশ্বাসকে বদলি করে সুমন রায়চৌধুরীকে দায়িত্বে বসানো হয়েছিল।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে আক্রান্ত মহিলা প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের

 

আরও পড়ুন: কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজারহাটে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট


আরও পড়ুন: অশান্তির আবহে চলছে পঞ্চায়েত ভোট: দফায় দফায় উত্তেজনা, নিহত ৪ তৃণমূল কর্মী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েত ভোটের আবহে নন্দীগ্রামের আইসি বদল

আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  শিয়রে পঞ্চায়েত ভোট। এবছর এক দফাতেই এই ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই রাজনৈতিক সংঘর্ষে প্রাণ খোয়া গিয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে এবার সরানো হতে পারে  নন্দীগ্রামের আইসি সুমন রায়চৌধুরীকে। । এমনটাই সূত্র মারফৎ জানা গেছে।  নন্দীগ্রাম  থানার আইসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুমন রায়চৌধুরী। আপাতত নন্দীগ্রাম থানার দায়িত্বে থাকবেন ডিএসপি মমিনুল হক। কি কারণে এই বদলি তা এখনও স্পষ্ট নয়।

রাজ্য প্রশাসন সূত্র খবর, ২০২২ সালের মার্চে আইসির দায়িত্ব নেন সুমন রায়চৌধুরী।  তাঁর আগে আইসি হিসেবে দায়িত্বে ছিলেন তুহিন বিশ্বাস। সেই আইসির বিরুদ্ধেও বিরোধী শিবিরের, বিশেষ করে বিজেপির বিস্তর অভিযোগ ছিল। সেইরকম এক আবহেই তুহিন বিশ্বাসকে বদলি করে সুমন রায়চৌধুরীকে দায়িত্বে বসানো হয়েছিল।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে আক্রান্ত মহিলা প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের

 

আরও পড়ুন: কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজারহাটে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট


আরও পড়ুন: অশান্তির আবহে চলছে পঞ্চায়েত ভোট: দফায় দফায় উত্তেজনা, নিহত ৪ তৃণমূল কর্মী