৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে জাতীয় পুরস্কারের সম্মান বলিউড বাদশার ঝুলিতে

পুবের কলম প্রতিবেদক: দেরিতে এলেও অবশেষে এল। জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার পেতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালের অ্যাকশন ব্লকবাস্টার ‘জওয়ান’-এ তাঁর অভিনয়ের জন্য এই সম্মান পেতে চলছেন বলিউড আইকন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক শুক্রবার তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই খবর ঘোষণা করেছে।

‘জওয়ান’ ছবির জন্য শাহরুখ এবং একই সঙ্গে ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাবেন বিক্রান্ত মাসি। সেরা অভিনেত্রী বেছে নেওয়া হয়েছে রানি মুখোপাধ্যায়কে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য। পাশাপাশি বাংলা ছবি বিভাগের জাতীয় পুরস্কার পেল ‘ডিপ ফ্রিজ’।

আরও পড়ুন: দুই গান থেকে ‘সুর চুরি’ করে তৈরি ‘সাইয়ারা’র টাইটেল সং

বছরটা এমনিতেই কিং খানের কামব্যাক ইয়ার। ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’-তিনটে সিনেমাতেই ভাঙলেন সমস্ত বক্স অফিস রেকর্ড। শুধু ভারতেই ৭ কোটির বেশি দর্শককে প্রেক্ষাগৃহে একা এনেছেন শাহরুখ। ভারতের বক্স অফিসে আয় ১৩০০ কোটির বেশি। বিশ্বব্যাপী ২৫০০ কোটির ক্লাব-যা বলিউডে একক নজির।

আরও পড়ুন: Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার প্রকাশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

এর মাঝেই ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখের বিস্ফোরক অভিনয় নজর কেড়েছিল সমালোচকদেরও। আর এবার সেই কাজটাই এনে দিল জাতীয় পুরস্কার। ভারতীয় সিনেমার আন্তর্জাতিক মুখ হিসেবে অনেক দিন আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শাহরুখ। অথচ এতদিন তাঁর ঝুলিতেই ছিল না দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান!

আরও পড়ুন: রক্তাক্ত Chhattisgarh: গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী, নিহত ১ জওয়ান

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগী মহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। দিওয়ানা থেকে জওয়ান, তিন দশকের অপেক্ষার অবসান। আজও তাঁর সিনেমা মানেই উৎসব, তাঁর সংলাপ মানেই ট্রেন্ড, আর তাঁর উপস্থিতি মানেই থিয়েটারে বাজ পড়া।

তাই যখন তিনি বলেন, ‘পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত’ -তখন সেটা শুধু ছবির সংলাপ নয়, এক আদর্শ অভিনেতার জীবনের প্রতিজ্ঞা। আর সেই ‘পিকচার’-এর ফ্রেমে নয়া সংযোজন এই সম্মান। তবে এ প্রসঙ্গে শাহরুখ বা বিক্রান্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিনোদন জগৎ-জুড়ে শুরু হয়েছে অভিনন্দনের বন্যা।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে জাতীয় পুরস্কারের সম্মান বলিউড বাদশার ঝুলিতে

আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম প্রতিবেদক: দেরিতে এলেও অবশেষে এল। জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার পেতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালের অ্যাকশন ব্লকবাস্টার ‘জওয়ান’-এ তাঁর অভিনয়ের জন্য এই সম্মান পেতে চলছেন বলিউড আইকন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক শুক্রবার তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই খবর ঘোষণা করেছে।

‘জওয়ান’ ছবির জন্য শাহরুখ এবং একই সঙ্গে ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাবেন বিক্রান্ত মাসি। সেরা অভিনেত্রী বেছে নেওয়া হয়েছে রানি মুখোপাধ্যায়কে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য। পাশাপাশি বাংলা ছবি বিভাগের জাতীয় পুরস্কার পেল ‘ডিপ ফ্রিজ’।

আরও পড়ুন: দুই গান থেকে ‘সুর চুরি’ করে তৈরি ‘সাইয়ারা’র টাইটেল সং

বছরটা এমনিতেই কিং খানের কামব্যাক ইয়ার। ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’-তিনটে সিনেমাতেই ভাঙলেন সমস্ত বক্স অফিস রেকর্ড। শুধু ভারতেই ৭ কোটির বেশি দর্শককে প্রেক্ষাগৃহে একা এনেছেন শাহরুখ। ভারতের বক্স অফিসে আয় ১৩০০ কোটির বেশি। বিশ্বব্যাপী ২৫০০ কোটির ক্লাব-যা বলিউডে একক নজির।

আরও পড়ুন: Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার প্রকাশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

এর মাঝেই ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখের বিস্ফোরক অভিনয় নজর কেড়েছিল সমালোচকদেরও। আর এবার সেই কাজটাই এনে দিল জাতীয় পুরস্কার। ভারতীয় সিনেমার আন্তর্জাতিক মুখ হিসেবে অনেক দিন আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শাহরুখ। অথচ এতদিন তাঁর ঝুলিতেই ছিল না দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান!

আরও পড়ুন: রক্তাক্ত Chhattisgarh: গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী, নিহত ১ জওয়ান

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগী মহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। দিওয়ানা থেকে জওয়ান, তিন দশকের অপেক্ষার অবসান। আজও তাঁর সিনেমা মানেই উৎসব, তাঁর সংলাপ মানেই ট্রেন্ড, আর তাঁর উপস্থিতি মানেই থিয়েটারে বাজ পড়া।

তাই যখন তিনি বলেন, ‘পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত’ -তখন সেটা শুধু ছবির সংলাপ নয়, এক আদর্শ অভিনেতার জীবনের প্রতিজ্ঞা। আর সেই ‘পিকচার’-এর ফ্রেমে নয়া সংযোজন এই সম্মান। তবে এ প্রসঙ্গে শাহরুখ বা বিক্রান্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিনোদন জগৎ-জুড়ে শুরু হয়েছে অভিনন্দনের বন্যা।