২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাতিল গোয়ার সাও জ্যাকিন্টো দ্বীপে নৌবাহিনী জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার
  • / 30

পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়ার সাও জ্যাকিন্টো দ্বীপবাসীরা বলছেন, তারা নিজেরা পতাকা উত্তোলন করবে।অন্য কাউকে পতাকা উত্তোলন তারা করতে দেবেনা।তাই  ভারতীয় নৌবাহিনী শুক্রবার দক্ষিণ গোয়ার সাও জ্যাকিন্টো দ্বীপে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।ওই দ্বীপের নাগরিকদের দাবি, তারা মূল ফেডারেল সরকার বা রাজ্য ফেডারেল সরকারের কোন ধরনের কর্তৃত্ব চায় না,তাদের দ্বীপে এই ধরনের কাজ সম্পন্ন করতে তারা দেবেনা।।  তা সত্ত্বেও, তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা পতাকা উত্তোলনের বিরোধী নয়। তারা দাবি করেছে যে দ্বীপের নাগরিকরা অবশ্যই তেরঙ্গা পতাকা নিজেরাই উত্তোলন করবে। শুক্রবার প্রকাশিত এক ঘোষণায়, নৌবাহিনী দাবি করেছে, “৭৫ বছরের স্বাধীনতা দিবস স্মরণে ‘আজাদী কা অমৃত মহোৎসবের’ অঙ্গ হিসেবে, প্রতিরক্ষা মন্ত্রক  ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে  দেশের দ্বীপগুলিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা করেছে।সাও জ্যাকিন্টো দ্বীপেও তেরঙ্গা উত্তোলনের কর্মসূচি ছিল।

নৌবাহিনী বলেছে,  স্বাধীনতা দিবসে দক্ষিণ গোয়ার সাও জ্যাকিন্টো দ্বীপে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা বাতিল করতে হয়েছে, স্থানীয় বাসিন্দারা এতে আপত্তি জানায়। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নৌ কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন যে তারা এগিয়ে যান। নির্ধারিত  পতাকা উত্তোলন কর্মসূচি সম্পন্ন করুন।গোয়ার মুখ্যমন্ত্রী  দ্বীপবাসীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন,যে কোনও “ভারত বিরোধী কার্যকলাপ” কঠোর হাতে” মোকাবেলা করা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাতিল গোয়ার সাও জ্যাকিন্টো দ্বীপে নৌবাহিনী জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান

আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়ার সাও জ্যাকিন্টো দ্বীপবাসীরা বলছেন, তারা নিজেরা পতাকা উত্তোলন করবে।অন্য কাউকে পতাকা উত্তোলন তারা করতে দেবেনা।তাই  ভারতীয় নৌবাহিনী শুক্রবার দক্ষিণ গোয়ার সাও জ্যাকিন্টো দ্বীপে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।ওই দ্বীপের নাগরিকদের দাবি, তারা মূল ফেডারেল সরকার বা রাজ্য ফেডারেল সরকারের কোন ধরনের কর্তৃত্ব চায় না,তাদের দ্বীপে এই ধরনের কাজ সম্পন্ন করতে তারা দেবেনা।।  তা সত্ত্বেও, তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা পতাকা উত্তোলনের বিরোধী নয়। তারা দাবি করেছে যে দ্বীপের নাগরিকরা অবশ্যই তেরঙ্গা পতাকা নিজেরাই উত্তোলন করবে। শুক্রবার প্রকাশিত এক ঘোষণায়, নৌবাহিনী দাবি করেছে, “৭৫ বছরের স্বাধীনতা দিবস স্মরণে ‘আজাদী কা অমৃত মহোৎসবের’ অঙ্গ হিসেবে, প্রতিরক্ষা মন্ত্রক  ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে  দেশের দ্বীপগুলিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা করেছে।সাও জ্যাকিন্টো দ্বীপেও তেরঙ্গা উত্তোলনের কর্মসূচি ছিল।

নৌবাহিনী বলেছে,  স্বাধীনতা দিবসে দক্ষিণ গোয়ার সাও জ্যাকিন্টো দ্বীপে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা বাতিল করতে হয়েছে, স্থানীয় বাসিন্দারা এতে আপত্তি জানায়। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নৌ কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন যে তারা এগিয়ে যান। নির্ধারিত  পতাকা উত্তোলন কর্মসূচি সম্পন্ন করুন।গোয়ার মুখ্যমন্ত্রী  দ্বীপবাসীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন,যে কোনও “ভারত বিরোধী কার্যকলাপ” কঠোর হাতে” মোকাবেলা করা হবে।