১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নাৎসি কায়দায় গণহত্যা গাজায়: রাষ্ট্রসংঘ

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
  • / 325

গাজা : ইসরাইল কর্তৃক গাজায় সংঘটিত সহিংসতা ও মানবিক বিপর্যয়কে নাৎসিদের অত্যাচারের সঙ্গে তুলনা করেছেন রাষ্ট্রসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদনকারী ফ্রান্সেস্কা আলবানেজ।

 

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

তিনি বলেন, ‘একটি রাষ্ট্র যখন শিশুদের গুলি করে মারে, লক্ষাধিক মানুষকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখে, তখন তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নিষ্ঠুরতাকে মনে করিয়ে দেয়।’

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ ‘অপ্রাসঙ্গিক’: আন্তর্জাতিক সংস্থার তীব্র সমালোচনা মোদির

শুধু রাষ্ট্রসংঘ নয়, ইসরাইলি সেনারাও গাজায় তাদের কার্যক্রমের তুলনা করেছেন নাৎসি বাহিনীর সঙ্গে। ইসরাইলের প্রভাবশালী পত্রিকা হারেজৎ-এ প্রকাশিত এক প্রতিবেদননে এক সেনা বলেন, ‘আমার মনে হচ্ছিল আমি যেন নাৎসি সেনা, ওরা যেন ইহুদি। আমরা যেমন আচরণ করছি, তা কোনও যুদ্ধনীতির সঙ্গে মেলে না।’

আরও পড়ুন: ইসরাইলের আবাসন নীতি বর্ণবাদী: রাষ্ট্রসংঘ

 

তাদের বক্তব্য অনুযায়ী, গাজায় নির্বিচারে গোলাবর্ষণ, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো এবং পুরো পাড়া-মহল্লা ধ্বংস করে দেওয়া হয়েছে নির্দেশহীনভাবে। অনেক ক্ষেত্রেই ‘সন্দেহজনক’ এলাকা বলেই হাজার হাজার পরিবারকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান অবরোধ ও খাদ্য সংকটে এখন পর্যন্ত ৮৬ জন, যার মধ্যে ৭৬ জন শিশু, মৃত্যুবরণ করেছে। সর্বশেষ, একজন প্রতিবন্ধী ফিলিস্তিনি নাগরিক মুহাম্মদ আল-সওয়াফিরি খাবার না পেয়ে মারা যান। ফ্রান্সেস্কা আলবানেজ বলেন, ‘আমাদের প্রজন্ম শিখেছিল, নাৎসিবাদ মানবতার সবচেয়ে জঘন্য অধ্যায়। আজ আমরা কীভাবে চোখ বন্ধ করে রাখি; যখন একটি জাতি একই ধরনের বর্বরতা চালায় অন্য এক জনগণের ওপর?’

রাষ্ট্রসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ এনেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্ত,এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কিন্তু তাতে গাজায় হামলার তীব্রতা কমেনি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাৎসি কায়দায় গণহত্যা গাজায়: রাষ্ট্রসংঘ

আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার

গাজা : ইসরাইল কর্তৃক গাজায় সংঘটিত সহিংসতা ও মানবিক বিপর্যয়কে নাৎসিদের অত্যাচারের সঙ্গে তুলনা করেছেন রাষ্ট্রসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদনকারী ফ্রান্সেস্কা আলবানেজ।

 

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

তিনি বলেন, ‘একটি রাষ্ট্র যখন শিশুদের গুলি করে মারে, লক্ষাধিক মানুষকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখে, তখন তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নিষ্ঠুরতাকে মনে করিয়ে দেয়।’

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ ‘অপ্রাসঙ্গিক’: আন্তর্জাতিক সংস্থার তীব্র সমালোচনা মোদির

শুধু রাষ্ট্রসংঘ নয়, ইসরাইলি সেনারাও গাজায় তাদের কার্যক্রমের তুলনা করেছেন নাৎসি বাহিনীর সঙ্গে। ইসরাইলের প্রভাবশালী পত্রিকা হারেজৎ-এ প্রকাশিত এক প্রতিবেদননে এক সেনা বলেন, ‘আমার মনে হচ্ছিল আমি যেন নাৎসি সেনা, ওরা যেন ইহুদি। আমরা যেমন আচরণ করছি, তা কোনও যুদ্ধনীতির সঙ্গে মেলে না।’

আরও পড়ুন: ইসরাইলের আবাসন নীতি বর্ণবাদী: রাষ্ট্রসংঘ

 

তাদের বক্তব্য অনুযায়ী, গাজায় নির্বিচারে গোলাবর্ষণ, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো এবং পুরো পাড়া-মহল্লা ধ্বংস করে দেওয়া হয়েছে নির্দেশহীনভাবে। অনেক ক্ষেত্রেই ‘সন্দেহজনক’ এলাকা বলেই হাজার হাজার পরিবারকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান অবরোধ ও খাদ্য সংকটে এখন পর্যন্ত ৮৬ জন, যার মধ্যে ৭৬ জন শিশু, মৃত্যুবরণ করেছে। সর্বশেষ, একজন প্রতিবন্ধী ফিলিস্তিনি নাগরিক মুহাম্মদ আল-সওয়াফিরি খাবার না পেয়ে মারা যান। ফ্রান্সেস্কা আলবানেজ বলেন, ‘আমাদের প্রজন্ম শিখেছিল, নাৎসিবাদ মানবতার সবচেয়ে জঘন্য অধ্যায়। আজ আমরা কীভাবে চোখ বন্ধ করে রাখি; যখন একটি জাতি একই ধরনের বর্বরতা চালায় অন্য এক জনগণের ওপর?’

রাষ্ট্রসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ এনেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্ত,এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কিন্তু তাতে গাজায় হামলার তীব্রতা কমেনি।