০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বেলজিয়াম থেকে Mehul Choksi-কে ফেরাতে চাইছে ভারত, আইনি প্রয়োগ শুরু

চামেলি দাস
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 458

পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় প্রধান অভিযুক্ত মেহুল চোক্সী (Mehul Choksi)। তিনি ক্যানসারে আক্রান্ত।ভারতের অনুরোধে তাঁকে গ্রেফতার করে বেলজিয়ামের পুলিশ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বেলজিয়ামের আদালতে জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন চোক্সীর আইনজীবী। ভারতে প্রত্যর্পণের বিরোধিতাও করা হবে বলে খবর। সিবিআই চোক্সীর গ্রেফতারি এবং প্রত্যর্পণের অনুরোধ করেছিল বেলজিয়ামকে। তাঁর বিরুদ্ধে মুম্বই আদালতের জারি করা দু’টি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বেলজিয়াম পুলিশ পদক্ষেপ করেছে।

সাড়ে ১৩ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে চোক্সীর বিরুদ্ধে। ভারতে হিরের ব্যবসা ছিল তাঁর। ২০১৮ সালে চোক্সীর (Mehul Choksi) বিরুদ্ধে প্রতারণার মামলা করে পিএনবি। অভিযোগের ভিত্তিতে চোক্সী এবং তাঁর সংস্থা গীতাঞ্জলি জেম্‌সের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করে। পরে তদন্তে নামে ইডিও। পিএনবির অভিযোগ, জাল নথি এবং চিঠি দেখিয়ে টাকা নিয়েছিলেন তিনি। যার জেরে ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিপুল ক্ষতি হয়। ইডি পরে জানায়, বেআইনি ভাবে বিদেশি অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করেন চোক্সী। পিএনবি মামলায় মুম্বইয়ের আদালত গত ফেব্রুয়ারিতে চোক্সীর (Mehul Choksi) সংস্থার ১৩টি সম্পত্তি নিলামে তোলার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

আরও পড়ুন: গুজব ছড়ানো নিয়ে হুঁশিয়ারি এডিজি আইনশৃঙ্খলার, দোষীদের পাতাল থেকে বের করে শাস্তির নিদান

আরও পড়ুন: betting app case: অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ইডির তলব

২০১৮ সালে দেশ ছেড়ে পালিয়ে যান মেহুল চোক্সী (Mehul Choksi)। ওই বছরই ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি করা হয়েছিল। ভারত থেকে পালানোর পর ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় দীর্ঘ দিন ছিলেন চোক্সী। সেখানকার নাগরিকত্বও পান। তাঁর আবেদনে সাড়া দিয়ে সেখানকার আদালত জানিয়েছিল, অ্যান্টিগা ও বারবুডা থেকে কোথাও চোক্সীকে নিয়ে যাওয়া যাবে না।এর পর রেড কর্নার নোটিস প্রত্যাহার করে নেয় ভারত। ওই নোটিস তুলে নেওয়ার অর্থ হল, বিনা বাধায় পৃথিবীর যে কোনও প্রান্তে যেতে পারবেন চোক্সী, কেবল ভারত ছাড়া। এর পরেই ২০২৩ সাল থেকে তিনি বেলজিয়ান স্ত্রীর সাহায্য নিয়ে ‘এফ রেসিডেন্সি কার্ড’ জোগাড় করে বেলজিয়ামে থাকতে শুরু করেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অ্যান্টিগা ও বারবুডা থেকে বেরোনোর পর তাঁকে ভারতে ফেরানোর জন্য সিবিআই, ইডি ফের সক্রিয় হয়েছে। বেলজিয়াম সরকারের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে। চোক্সী (Mehul Choksi) সেখানকার স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে তাঁকে দেশে ফেরানো আরও কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন: বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেলজিয়াম থেকে Mehul Choksi-কে ফেরাতে চাইছে ভারত, আইনি প্রয়োগ শুরু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় প্রধান অভিযুক্ত মেহুল চোক্সী (Mehul Choksi)। তিনি ক্যানসারে আক্রান্ত।ভারতের অনুরোধে তাঁকে গ্রেফতার করে বেলজিয়ামের পুলিশ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বেলজিয়ামের আদালতে জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন চোক্সীর আইনজীবী। ভারতে প্রত্যর্পণের বিরোধিতাও করা হবে বলে খবর। সিবিআই চোক্সীর গ্রেফতারি এবং প্রত্যর্পণের অনুরোধ করেছিল বেলজিয়ামকে। তাঁর বিরুদ্ধে মুম্বই আদালতের জারি করা দু’টি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বেলজিয়াম পুলিশ পদক্ষেপ করেছে।

সাড়ে ১৩ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে চোক্সীর বিরুদ্ধে। ভারতে হিরের ব্যবসা ছিল তাঁর। ২০১৮ সালে চোক্সীর (Mehul Choksi) বিরুদ্ধে প্রতারণার মামলা করে পিএনবি। অভিযোগের ভিত্তিতে চোক্সী এবং তাঁর সংস্থা গীতাঞ্জলি জেম্‌সের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করে। পরে তদন্তে নামে ইডিও। পিএনবির অভিযোগ, জাল নথি এবং চিঠি দেখিয়ে টাকা নিয়েছিলেন তিনি। যার জেরে ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিপুল ক্ষতি হয়। ইডি পরে জানায়, বেআইনি ভাবে বিদেশি অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করেন চোক্সী। পিএনবি মামলায় মুম্বইয়ের আদালত গত ফেব্রুয়ারিতে চোক্সীর (Mehul Choksi) সংস্থার ১৩টি সম্পত্তি নিলামে তোলার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

আরও পড়ুন: গুজব ছড়ানো নিয়ে হুঁশিয়ারি এডিজি আইনশৃঙ্খলার, দোষীদের পাতাল থেকে বের করে শাস্তির নিদান

আরও পড়ুন: betting app case: অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ইডির তলব

২০১৮ সালে দেশ ছেড়ে পালিয়ে যান মেহুল চোক্সী (Mehul Choksi)। ওই বছরই ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি করা হয়েছিল। ভারত থেকে পালানোর পর ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় দীর্ঘ দিন ছিলেন চোক্সী। সেখানকার নাগরিকত্বও পান। তাঁর আবেদনে সাড়া দিয়ে সেখানকার আদালত জানিয়েছিল, অ্যান্টিগা ও বারবুডা থেকে কোথাও চোক্সীকে নিয়ে যাওয়া যাবে না।এর পর রেড কর্নার নোটিস প্রত্যাহার করে নেয় ভারত। ওই নোটিস তুলে নেওয়ার অর্থ হল, বিনা বাধায় পৃথিবীর যে কোনও প্রান্তে যেতে পারবেন চোক্সী, কেবল ভারত ছাড়া। এর পরেই ২০২৩ সাল থেকে তিনি বেলজিয়ান স্ত্রীর সাহায্য নিয়ে ‘এফ রেসিডেন্সি কার্ড’ জোগাড় করে বেলজিয়ামে থাকতে শুরু করেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অ্যান্টিগা ও বারবুডা থেকে বেরোনোর পর তাঁকে ভারতে ফেরানোর জন্য সিবিআই, ইডি ফের সক্রিয় হয়েছে। বেলজিয়াম সরকারের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে। চোক্সী (Mehul Choksi) সেখানকার স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে তাঁকে দেশে ফেরানো আরও কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন: বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা