০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন সিঁদুরের জের, দুই-দেশে বাতিল ৬০০ অধিক উড়ান

ইমামা খাতুন
  • আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
  • / 377

পুবের কলম ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর সতর্ক দেশ। ভারত-পাক মুলুকে সম্মিলিতভাবে ৬০০ –অধিক বেশি উড়ান  বাতিল করেছে একাধিক বিমান সংস্থা। ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ‘ফ্লাইটট্রেডার ২৪-এর তথ্য অনুসারে, ভারতে ৪৩০টি বিমান বাতিলের সংখ্যা রেকর্ড করা হয়েছে। যা নির্ধারিত ফ্লাইটের ৩ শতাংশ। অন্যদিকে পাকিস্তানে  ১৪৭টি বিমান বাতিলের সংখ্যা রেকর্ড করা হয়েছে। যা নির্ধারিত ফ্লাইটের ১৭ শতাংশ।

ভারত-পাক যুদ্ধ আবহে দেশজুড়ে বিশেষ করে ধরমশালা, লে, জম্মু, শ্রীনগর  এবং অমৃতসর বিমানবন্দরের একাধিক উড়ান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বিমানবন্দরগুলি থেকে কোনও ফ্লাইট ওঠা-নামা করবে না। এছাড়া, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা এবং জামনগর-সহ ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সূত্রের খবর, নিরাপত্তার কথা মাথায় রেখে মূলত উত্তর এবং পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশা এয়ারের মতো উড়ান সংস্থাগুলি ইতিমধ্যেই বিবৃতি জারি করে একাধিক উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

দিল্লিতে থাকা এক ভুক্তভুগী পুবের কলমকে জানিয়েছে, বুধবার সকালে শ্রীনগর যাওয়ার ফ্লাইট ছিল    তাঁদের। বোর্ডিং-এর জন্য এয়ারপোর্টে যেতেই কর্মরত আধিকারিকরা জানান, শ্রীনগর সহ বহু আন্তর্জাতিক ফ্লাইট ক্যান্সেল। কারণ, জিজ্ঞাসা করা হলে বলেন, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এটাও জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সমস্ত উড়ান। আর সমস্ত টাকা রিফান্ড করে দেওয়া হবে। দিল্লি বিমানবন্দরে ৩৫টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এয়ারলাইন্সের মধ্যে আমেরিকান এয়ারলাইনস এবং কাতার এয়ারওয়েজও পাকিস্তানগামী কিছু ফ্লাইট স্থগিত করেছে। কাতার এয়ারওয়েজও একই কথা জানিয়েছে।

আরও পড়ুন: নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল

আরও পড়ুন: ইসরাইলে যাওয়া আসা সমস্ত সমস্ত ফ্লাইট ৮ মে পর্যন্ত বাতিল করলো এয়ার ইন্ডিয়া

আরও পড়ুন: ভারত থেকে আমেরিকার আয় কত? ট্রাম্পের দাবি ভুয়ো, জানাচ্ছে রিপোর্ট

ফ্লাইট রাডার ২৪ অনুযায়ী, পাকিস্তান এবং ভারতের উত্তর-পশ্চিম আকাশ প্রায় ফাঁকা ছিল এবং বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তান আকাশসীমা এড়িয়ে ঘুরে চলে গেছে। ডাচ বিমান সংস্থা কেএলএম এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সও পাক আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপারেশন সিঁদুরের জের, দুই-দেশে বাতিল ৬০০ অধিক উড়ান

আপডেট : ৭ মে ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর সতর্ক দেশ। ভারত-পাক মুলুকে সম্মিলিতভাবে ৬০০ –অধিক বেশি উড়ান  বাতিল করেছে একাধিক বিমান সংস্থা। ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ‘ফ্লাইটট্রেডার ২৪-এর তথ্য অনুসারে, ভারতে ৪৩০টি বিমান বাতিলের সংখ্যা রেকর্ড করা হয়েছে। যা নির্ধারিত ফ্লাইটের ৩ শতাংশ। অন্যদিকে পাকিস্তানে  ১৪৭টি বিমান বাতিলের সংখ্যা রেকর্ড করা হয়েছে। যা নির্ধারিত ফ্লাইটের ১৭ শতাংশ।

ভারত-পাক যুদ্ধ আবহে দেশজুড়ে বিশেষ করে ধরমশালা, লে, জম্মু, শ্রীনগর  এবং অমৃতসর বিমানবন্দরের একাধিক উড়ান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বিমানবন্দরগুলি থেকে কোনও ফ্লাইট ওঠা-নামা করবে না। এছাড়া, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা এবং জামনগর-সহ ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সূত্রের খবর, নিরাপত্তার কথা মাথায় রেখে মূলত উত্তর এবং পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশা এয়ারের মতো উড়ান সংস্থাগুলি ইতিমধ্যেই বিবৃতি জারি করে একাধিক উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

দিল্লিতে থাকা এক ভুক্তভুগী পুবের কলমকে জানিয়েছে, বুধবার সকালে শ্রীনগর যাওয়ার ফ্লাইট ছিল    তাঁদের। বোর্ডিং-এর জন্য এয়ারপোর্টে যেতেই কর্মরত আধিকারিকরা জানান, শ্রীনগর সহ বহু আন্তর্জাতিক ফ্লাইট ক্যান্সেল। কারণ, জিজ্ঞাসা করা হলে বলেন, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এটাও জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সমস্ত উড়ান। আর সমস্ত টাকা রিফান্ড করে দেওয়া হবে। দিল্লি বিমানবন্দরে ৩৫টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এয়ারলাইন্সের মধ্যে আমেরিকান এয়ারলাইনস এবং কাতার এয়ারওয়েজও পাকিস্তানগামী কিছু ফ্লাইট স্থগিত করেছে। কাতার এয়ারওয়েজও একই কথা জানিয়েছে।

আরও পড়ুন: নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল

আরও পড়ুন: ইসরাইলে যাওয়া আসা সমস্ত সমস্ত ফ্লাইট ৮ মে পর্যন্ত বাতিল করলো এয়ার ইন্ডিয়া

আরও পড়ুন: ভারত থেকে আমেরিকার আয় কত? ট্রাম্পের দাবি ভুয়ো, জানাচ্ছে রিপোর্ট

ফ্লাইট রাডার ২৪ অনুযায়ী, পাকিস্তান এবং ভারতের উত্তর-পশ্চিম আকাশ প্রায় ফাঁকা ছিল এবং বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তান আকাশসীমা এড়িয়ে ঘুরে চলে গেছে। ডাচ বিমান সংস্থা কেএলএম এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সও পাক আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।