ফের কোটায় আত্মঘাতী নিট পড়ুয়া, ‘ছেলে আত্মহত্যা করতেই পারে না’ দাবি মৃতের বাবার
- আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
- / 109
পুবের কলম, কোটা: কোটায় ফের আত্মঘাতী নিট পড়ুয়া। শনিবার চব্বিশ বছর বয়সী রোশন কুমার পাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। রাজস্থানের কোটার রাজীব গান্ধী নগরে তার হোস্টেল থেকে পড়ুয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত পড়ুয়া ওড়িশার বাসিন্দা। কোনভাবেই ছেলের আত্মঘাতী হওয়ার ঘটনা মানতে পারছেন না মৃতের বাবা। তিনি জানান, তার ছেলে কখনও আত্মহত্যা করতে পারে না। পড়ুয়ার বাবা রাধাশ্যম আরও বলেন, “গত রাতে আমরা যখন ছেলের সঙ্গে কথা বলেছিলাম তখন তাকে বেশ খুশি লাগছিল। অডিয়ো এবং ভিডিয়ো কলে প্রায় চল্লিশ মিনিট কথা হয় ছেলের সঙ্গে। কোনও মানসিক অবসাদ বা চিন্তা কোনও কিছুই লক্ষ্য করিনি। আমার ছেলে পড়াশোনায় মেধাবী, সে কখনোই আত্মহত্যা করতে পারে না।”
জানা গিয়েছে, ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা পাত্র তার চাচাতো ভাই ও বন্ধুদের সঙ্গে কোটায় নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা একসঙ্গে হোস্টেলে থাকতেন। পুলিশ সূত্রে খবর, পাত্র এবং তার বন্ধুরা শুক্রবার গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছিল। তবে শনিবার সকালে পাত্রকে বারংবার ডাকলে সে কোনও উত্তর দেয়নি। তার বন্ধুরা মনে করেছিল, সে ঘরে ঘুমিয়ে থাকার ছিল বলে কোনও সাড়াশব্দ করেনি। দুপুরের খাবার খেতে না আাসায় বন্ধুদের সন্দেহ হয়। তখন তারা পাত্রকে ডাকাডাকি করলে কোনও সাড়াশব্দ পায়নি। তারপরই হোস্টেলের ওয়ার্ডেনকে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওয়ার্ডেন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই দেখা যায় পড়ুয়া বিছানায় মুখ নিচু করে শুয়ে আছেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
যদিও পড়ুয়ার বাবা অভিযোগ করেন, ছেলের এক বন্ধু জানায়, দরজা ভাঙার সময় আমার ছেলের শরীর রক্তে ভেজা ছিল এবং তার পোশাকও খোলা ছিল। এদিকে ঠিক কি কারণে আত্মঘাতী হলেন ওই পড়ুয়া! তা খতিয়ে দেখছে পুলিশ।






































