পুলিশের গুলিতে নিহত ৫
NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের
- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 264
পুবের কলম,ওয়েবডেস্ক: NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া (social media )। সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের। পুলিশের গুলিতে নিহত ৫ । আটক ৩০০ বিক্ষোভকারী।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সহ মোট ২৬টি সোশ্যাল সাইট (X, WhatsApp and YouTube) নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। বলা বাহুল্য, এমনিতেই দুর্নীতি সহ একাধিক অভিযোগে বিদ্ধ দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার মধ্যেই ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। যার জেরে ব্যাপক আন্দোলনে নেমেছে নেপালের তরুণ প্রজন্ম।
নেপালে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের
সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর (NEPAL) রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে। সংসদ ভবন-সহ বহু প্রশাসনিক এলাকায়, যেখানে সাধারণ মানুষের প্রবেশ, সেখানেও ঢুকে পড়েন প্রতিবাদী তরুণ তুর্কিরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তারা। এরপরেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। এদিকে বিক্ষোভকারীদের ভিড় সামাল দিতে হিমশিম পুলিশ। এমনকি বিক্ষোভ ঠেকাতে গুলি চলানোর অভিযোগও উঠেছে। যেই ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর মধ্যরাতে সোশ্যাল মিডিয়া ব্যান সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদেই পথে নেমেছে নেপালের যুবসমাজ। রীতিমতো যুদ্ধপরিস্থিতি কাঠমান্ডুতে।



















































